নিয়ম কড়া নিজস্ব পিএফে

মঙ্গলবার তাদের বৈঠকে এই অনুমতি মিলেছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ জুন ২০১৮ ০২:৫২
Share:

প্রতীকী ছবি।

নিজেরাই প্রভিডেন্ট ফান্ডের (পিএফ) তহবিল পরিচালনা করে (এগ্‌জেম্পটেড ফান্ড), এমন সংস্থাগুলির মধ্যে যারা নিয়মিত রিটার্ন দাখিল করছে না বা কর্মীদের সুদ কম দিচ্ছে, তাদের ওই অধিকার কেড়ে নেওয়ার প্রস্তাবে সায় দিল পিএফের অছি পরিষদ। মঙ্গলবার তাদের বৈঠকে এই অনুমতি মিলেছে।

Advertisement

দেশে এগ‌্‌জেম্পটেড ফান্ড চালানো সংস্থার ৩২৫টিকে চিহ্নিত করা হয়েছে বলে জানান সেন্ট্রাল পিএফ কমিশনার ভি পি জয়। এর মধ্যে পশ্চিমবঙ্গে আছে ৮৫টি সংস্থা।

অছি পরিষদের সদস্য ইনটাকের রাজ্য সভাপতি রমেন পান্ডে বলেন, ‘‘রাজ্যে বেশ কিছু চটকল এবং চা বাগান এই শ্রেণিতে পড়ে। সেখানে বহু ক্ষেত্রে শ্রমিকেরা পিএফের অনেক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। তাই তাদের এগ্‌জেম্পশন বাতিলের সিদ্ধান্ত নিয়েছি।’’ সাধারণ ভাবে বিভিন্ন সংস্থার পিএফ তহবিল পরিচালনা করে আঞ্চলিক প্রভিডেন্ট ফান্ড দফতরগুলি। কিন্তু কিছু সংস্থা নিজেদের পিএফ তহবিল নিজেরাই চালায়। সেগুলিই এগ্‌জেম্পটেড ফান্ড।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement