উড়ানে  কত দেরি,  পূর্বে প্রশ্ন ডেকানকে

উড়ান প্রকল্পের প্রথম দফায় মুম্বই ও তার সংলগ্ন কিছু শহর ছাড়াও পূর্ব ভারতে পরিষেবা চালুর বরাত পেয়েছিল ডেকান।

Advertisement

সুনন্দ ঘোষ

কলকাতা শেষ আপডেট: ২৬ জানুয়ারি ২০১৮ ০২:৩১
Share:

উড়ান প্রকল্পের প্রথম দফায় মুম্বই ও তার সংলগ্ন কিছু শহর ছাড়াও পূর্ব ভারতে পরিষেবা চালুর বরাত পেয়েছিল ডেকান। কলকাতা থেকে দুর্গাপুর, কোচবিহার, জামশেদপুর, বার্নপুর, রৌরকেলায় ১৯ আসনের বিচক্রাফ্ট বিমান চালানোর কথা ছিল। কিন্তু জলগাঁও-মুম্বই ও নাসিক, কোলাপুর থেকে পরিষেবা শুরু করলেও, পূর্বে তা চালুর জন্য দ্বিতীয় বিমান হাতে আসেনি। ফলে এখানে সংস্থার পরিষেবা চালুর সময় বলতে পারছেন না বিমানবন্দর কর্তৃপক্ষও। তবে তাঁদের বার্তা, ডেকানের ভরসায় বসে থাকা হবে না। বৃহস্পতিবার দিল্লি থেকে ফোনে চেয়ারম্যান গুরুপ্রসাদ মহাপাত্র বলেন, ‘‘আগেও ডেকানকে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। তারপরে জলগাঁও-মুম্বই উড়ান চালু হয়। কিন্তু পূর্ব ভারত থেকে তা চালাতে বেশি গড়িমসি মানব না।’’

Advertisement

সম্প্রতি ডেকান কর্ণধার জি আর গোপীনাথ অবশ্য আনন্দবাজারকে ফোনে জানান জানুয়ারির শেষেই কলকাতা থেকে পরিষেবা শুরুর কথা।
তবে বিমানবন্দর কর্তৃপক্ষের এক কর্তা বলছেন, ‘‘এখনও বিমান না পাওয়ার অর্থ, অন্তত মাস খানেক লাগবে।’’

খতিয়ান উড়ান কী

Advertisement


ছোট শহরগুলির মধ্যে স্বল্প পাল্লার কেন্দ্রীয় আঞ্চলিক বিমান পরিষেবা প্রকল্প। তিন বছর তাতে ভর্তুকি সরকারের

ইতিমধ্যেই...


১৬ মাসের মধ্যে খুলেছে ৫৬টি পড়ে থাকা বিমানবন্দর ও ৩১টি হেলিপ্যাড

প্রথম দফায়


৫টি বিমান সংস্থা পায় ১২৮টি রুটে উ়ড়ান চালানোর বরাত

দ্বিতীয় দফায়


৩২৫টি আঞ্চলিক রুটের জন্য ৯০টি প্রস্তাবে সায়

উড়ানের দ্বিতীয় পর্বে কলকাতা থেকে সিকিমের প্যাকিওং-এ উড়ান চালুর বরাত পেয়েছে স্পাইসজেট। মহাপাত্র বলেন, সেখানে ছোট এটিআর ৭২ বিমান চালাবে তারা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন