Unemployment

আচমকা বেশ খানিকটা কমল বেকারত্ব, সরকারি তথ্যের ভাঁজ নিয়ে উদ্বেগ

মঙ্গলবার পরিসংখ্যান মন্ত্রকের প্রকাশ করা তথ্য বলছে, শহর এবং গ্রামে বেকারত্বের হার কমে হয়েছে যথাক্রমে ৩.৯% এবং ৬.৫%।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৫ ০৮:০০
Share:

—প্রতীকী চিত্র।

গত মাসে দেশের ১৫ বছর এবং তার বেশি বয়সি কর্মপ্রার্থীদের মধ্যে বেকারত্বের হার দাঁড়িয়েছে ৪.৭%। যা অক্টোবরের (৫.২%) তুলনায় অনেকটা কম তো বটেই, গত এপ্রিল থেকেও সর্বনিম্ন। শহর এবং গ্রামাঞ্চল, সর্বত্র কমেছে সেই হার। বেকারত্ব কমেছে পুরুষ ও মহিলা, দু’পক্ষের মধ্যেই। তবে সংশ্লিষ্ট মহলের মতে, পরিসংখ্যান খতিয়ে দেখলে বোঝা যাচ্ছে কিছু কিছু জায়গা নিয়ে উদ্বেগ থাকার কারণ যথেষ্ট।

মঙ্গলবার পরিসংখ্যান মন্ত্রকের প্রকাশ করা তথ্য বলছে, শহর এবং গ্রামে বেকারত্বের হার কমে হয়েছে যথাক্রমে ৩.৯% এবং ৬.৫%। রিপোর্টে দাবি, শ্রমের বাজারে উন্নতির লক্ষণ দেখা যাচ্ছে। বেড়েছে কাজ। বিশেষত গ্রামাঞ্চলে মহিলাদের মধ্যে কাজের বাজারে পা রাখার ক্ষেত্রে উন্নতির লক্ষণ স্পষ্ট। তাঁদের বেকারত্ব ৪% থেকে নেমেছে ৩.৪ শতাংশে। সামগ্রিক ভাবে মহিলাদের ক্ষেত্রে তা ৫.৪% থেকে হয়েছে ৪.৮%।

অথচ অন্য দিকে রিপোর্ট বিশ্লেষণ করে বিশেষজ্ঞদের একাংশের দাবি, শহরাঞ্চলে বেকারত্ব কমলেও, মহিলাদের ক্ষেত্রে সেই হার এখনও যথেষ্ট উদ্বেগজনক। ৯.৭% থেকে যৎসামান্য নেমে তা হয়েছে ৯.৩%। অর্থাৎ, তা দুই অঙ্কের কাছাকাছিই রয়েছে। শহরে পুরুষদের বেকারত্ব কমেছে। তবে সেটাও থেকে গিয়েছে ৫ শতাংশের উপরে (৫.৬%)। অক্টোবরে ছিল ৬.১%। এ দিন কেন্দ্র জানিয়েছে, কর্মী ও জনসংখ্যার অনুপাত ৫৫.৪% থেকে বেড়ে হয়েছে ৫৬.৩%।

সংশ্লিষ্ট মহলের ব্যাখ্যা, গত এপ্রিল থেকে প্রতি মাসে ভারতে বেকারত্বের হার প্রকাশ করছে মোদী সরকার। সঙ্গে দিচ্ছে ত্রৈমাসিকের হিসাবও। দীর্ঘদিন ধরেই তা ৫ শতাংশের নীচে নামছিল না। এমনকি, অক্টোবরে ভরা উৎসবের মরসুমেও তা ৫.২ শতাংশে আটকে ছিল। গত মাসে তা কমল বটে, তবে সামগ্রিক স্বস্তি যে এখনও অনেক দূরে তা-ও স্পষ্ট হল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন