Flights Cancelled

বুধেও ধোঁয়াশার চাদরে ঢেকেছে উত্তর ও পূর্ব ভারত! সকালে বাতিল হতে পারে একাধিক উড়ান, সতর্ক করল ইন্ডিগো

ইন্ডিগো-র তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, কুয়াশা ও ধোঁয়াশার কারণে উত্তর ও পূর্ব ভারতের বিস্তীর্ণ এলাকায় দৃশ্যমানতা বিপজ্জনক ভাবে হ্রাস পেয়েছে। যার প্রভাব পড়তে পারে বিমান চলাচলেও।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৫ ১০:২৪
Share:

ঘন কুয়াশার চাদরে ঢেকেছে দিল্লি বিমানবন্দর। ছবি: পিটিআই।

ধোঁয়াশার চাদরে ঢেকেছে উত্তর ও পূর্ব ভারতের বিস্তীর্ণ এলাকা। বিপজ্জনক ভাবে কমে গিয়েছে দৃশ্যমানতা। সকালে দিল্লি বিমানবন্দরে ১০টি উড়ান বাতিল হয়ে গিয়েছে। সেই আবহে যাত্রীদের জন্য সতর্কবার্তা জারি করছে উড়ান সংস্থা ইন্ডিগো। জানানো হয়েছে, বুধবার বাতিল হতে পারে আরও বেশ কিছু উড়ান। কোনও কোনও উড়ানের সময়সূচিতেও রদবদল হতে পারে।

Advertisement

মঙ্গলবার রাতে ইন্ডিগোর তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, কুয়াশা ও ধোঁয়াশার কারণে উত্তর ও পূর্ব ভারতের বিস্তীর্ণ এলাকায় দৃশ্যমানতা বিপজ্জনক ভাবে হ্রাস পেয়েছে। যার প্রভাব পড়তে পারে বিমান চলাচলেও। সমাজমাধ্যম এক্স-এ পোস্ট করা ওই বিবৃতিতে ইন্ডিগোর তরফে বলা হয়েছে, ‘‘সকালের দিকে উত্তর ও পূর্ব ভারতের কিছু অংশে কুয়াশার সতর্কতা রয়ছে। যার ফলে স্বাভাবিক ভাবেই দৃশ্যমানতা হ্রাস পেতে পারে। ভোরের দিকে বিমান চলাচলে বিঘ্ন ঘটতে পারে এর জেরে। যাত্রীদের নিরাপত্তার স্বার্থে কিছু উড়ান বাতিল কিংবা বিলম্বিত হতে পারে।’’ যাত্রীদের আগে থেকে পরিকল্পনা করা এবং বিমানবন্দরে পৌঁছোনোর জন্য অতিরিক্ত সময় হাতে রাখতেও বলা হয়েছে। সর্বশেষ তথ্যের জন্য নিয়মিত ইন্ডিগোর ওয়েবসাইটে নজর রাখারও পরামর্শ দিয়েছে উড়ান সংস্থাটি।

দূষণের জেরে গত কয়েক দিন ধরে দিল্লি ও পার্শ্ববর্তী এলাকা ব্যাপক ধোঁয়াশায় ঢেকেছে। যার জেরে যান চলাচলের পাশাপাশি ব্যাহত হয়েছে বিমান পরিষেবাও। মঙ্গলবার সকালেও দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে কুয়াশার সতর্কতা জারি করা হয়। সকাল ৬টায় ফের জানানো হয়, বিমান চলাচল ধীরে ধীরে আগের ছন্দে ফিরছে। যাত্রীদের প্রয়োজনীয় সহায়তা প্রদানের জন্য টার্মিনালে বাড়তি কর্মীও মোতায়েন করা হয়। প্রসঙ্গত, মঙ্গলবার সন্ধ্যায় দিল্লির বাতাসের গড় গুণমান (এয়ার কোয়ালিটি ইনডেক্স বা একিউআই) ছিল ৩৫৪। বুধবার সকাল ৯টা নাগাদ বাতাসের গুণমানের সামান্য উন্নতি হয়েছে (৩১৩)। দূষণের আবহে শহর জুড়ে কড়াকড়ি জারি করেছে প্রশাসন। স্কুলগুলির জন্যও নানা বিধিনিষেধ ঘোষণা করা হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement