টাটা ট্রাস্টস ছাড়ছেন না রতন টাটা

টাটা ট্রাস্টস-এর রাশ নিজের হাতেই রাখতে চান রতন টাটা, দাবি টাটা সন্সের।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০১৬ ০২:২৭
Share:

টাটা ট্রাস্টস-এর রাশ নিজের হাতেই রাখতে চান রতন টাটা, দাবি টাটা সন্সের।

Advertisement

টাটা সন্সের ৬৬ শতাংশ শেয়ার টাটা ট্রাস্টস-এরই হাতে রয়েছে। টাটাদের সঙ্গে সাইরাস মিস্ত্রির দ্বন্দ্বের মধ্যেই কিছু সংবাদ মাধ্যম জানিয়েছিল, আগামী বছর রতন টাটা সরে যেতে পারেন বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠানকে নিয়ে গড়া টাটা ট্রাস্টস-এর চেয়ারম্যান পদ থেকে। টাটা ট্রাস্টস-এর অন্তর্গত স্যর দোরাবজি টাটা ট্রাস্ট ও স্যর রতন টাটা ট্রাস্ট-এর ট্রাস্টি আর কে কৃষ্ণ কুমার এর আগে এই ইঙ্গিত দিয়েছিলেন। তিনি বলেছিলেন, দু’শক টাটা ট্রাস্টস-এর মাথায় থাকার পরে আগামী বছর দায়িত্ব ছাড়তে চলেছেন রতন টাটা এবং সেই মতোই প্রস্তুতি নিচ্ছে গোষ্ঠী। কিন্তু পাল্টা বিবৃতিতে টাটা সন্সের দাবি, ‘‘এই মুহূর্তে রতন টাটার সরে যাওয়ার পরিকল্পনা নেই। উত্তরসূরির খোঁজ উপযুক্ত সময়ে শুরু হবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement