Bank Holiday

অর্থবর্ষের শেষে আর ছুটি নয়! সব ব্যাঙ্কের ছুটি বাতিল করে নির্দেশিকা জারি করল আরবিআই

চলতি অর্থবর্ষের (পড়ুন ২০২৪-’২৫) শেষ দিন অর্থাৎ ৩১ মার্চ আর ছুটি পাবেন না ব্যাঙ্ক কর্মীরা। নতুন নির্দেশিকা জারি করেছে রিজ়ার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:৪৭
Share:

—প্রতীকী ছবি।

চলতি আর্থিক বছরের (পড়ুন ২০২৪-’২৫) শেষ দিন অর্থাৎ ৩১ মার্চ বন্ধ থাকবে না রাষ্ট্রায়ত্ত এবং বেসরকারি ব্যাঙ্ক। এই মর্মে এ বার নির্দেশিকা জারি করেছে রিজ়ার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা আরবিআই। এত দিন অর্থবর্ষের শেষ দিনে ব্যাঙ্ক বন্ধ থাকাই ছিল রেওয়াজ। সেই নিয়ম এ বার বদলে ফেলার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাঙ্ক। আর্থিক রিপোর্টিংয়ের অসঙ্গতি দূর করতে এই পদক্ষেপ বলে জানা গিয়েছে।

Advertisement

আরবিআইয়ের নতুন নির্দেশিকায় বলা হয়েছে, এ বছরের ৩১ মার্চ সমস্ত রাষ্ট্রায়ত্ত এবং বেসরকারি ব্যাঙ্কে চালু থাকবে সরকারি লেনদেন। গ্রাহকরা ব্যাঙ্কের মাধ্যমে যে কোনও রকমের কর দিতে পারবেন। সেই তালিকায় রয়েছে আয়কর, পণ্য ও পরিষেবা কর (গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স বা জিএসটি), শুল্ক এবং আবদারি শুল্ক। পেনশন এবং অন্যান্য সরকারি ভর্তুকির টাকার লেনদেনও ওই দিন ব্যাঙ্কগুলিতে চালু থাকবে।

এ ছাড়া ৩১ মার্চ সরকারি বা বেসরকারি সংস্থার বেতন ও অন্যান্য ভাতার অর্থ গ্রাহকদের সুনির্দিষ্ট অ্যাকাউন্টে দিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে আরবিআই। সরকারি বিভিন্ন প্রকল্পের লেনদেনও ওই দিন চালু থাকবে। চলতি আর্থিক বছরের (পড়ুন ২০২৪-’২৫) শেষ দিনে কেবলমাত্র হিমাচলপ্রদেশ ও মিজ়োরামে ধর্মীয় উৎসবের কারণে বন্ধ থাকবে ব্যাঙ্ক।

Advertisement

নতুন অর্থবর্ষের (পড়ুন ২০২৫-’২৬) প্রথম দিন অর্থাৎ ১ এপ্রিল অধিকাংশ রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে বন্ধ থাকবে রাষ্ট্রায়ত্ত এবং বেসরকারি ব্যাঙ্ক। বার্ষিক অ্যাকাউন্ট ক্লোজ়িং থাকায় ওই দিন মেঘালয়, ছত্তীসগঢ়, মিজ়োরাম, পশ্চিমবঙ্গ এবং হিমাচল প্রদেশে খোলা থাকবে ব্যাঙ্কের শাখা। ৩১ মার্চ এবং ১ এপ্রিল – দু’দিনই অনলাইন ব্যাঙ্কিং পরিষেবা পাবেন গ্রাহক। এর মধ্যে রয়েছে ইউপিআই পরিষেবাও। পাশাপাশি খোলা থাকবে এটিএম কাউন্টারও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement