অ্যাক্সিসকে ৩ কোটি, আইওবিকে ২ কোটি জরিমানা

দু’টি ব্যাঙ্ককে অবশ্য জরিমানা করা হয়েছে আলাদা আলাদা কারণে। আরবিআই সমীক্ষা চালিয়ে দেখেছে, অনুৎপাদক সম্পদ ঠিক মতো চিহ্নিত করতে পারেনি বেসরকারি অ্যাক্সিস ব্যাঙ্ক।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৬ মার্চ ২০১৮ ০২:১২
Share:

অ্যাক্সিস ব্যাঙ্ককে ৩ কোটি এবং ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক (আইওবি)-কে ২ কোটি টাকা জরিমানা করল রিজার্ভ ব্যাঙ্ক।

Advertisement

দু’টি ব্যাঙ্ককে অবশ্য জরিমানা করা হয়েছে আলাদা আলাদা কারণে। আরবিআই সমীক্ষা চালিয়ে দেখেছে, অনুৎপাদক সম্পদ ঠিক মতো চিহ্নিত করতে পারেনি বেসরকারি অ্যাক্সিস ব্যাঙ্ক। এ ব্যাপারে শীর্ষ ব্যাঙ্কের বেঁধে দেওয়া নিয়মও মানা হয়নি বলে এক বিবৃতিতে অভিযোগ তাদের। গত ৩১ মার্চ ২০১৬ পর্যন্ত সমীক্ষায় ব্যাঙ্কটির আর্থিক অবস্থা সম্পর্কে এই তথ্য জানিয়েছে আরবিআই। সেই কারণেই তারা ৩ কোটি টাকা জরিমানা করেছে ব্যাঙ্কটিকে।

রাষ্ট্রায়ত্ত আইওবি-র ক্ষেত্রে আরবিআই একটি আলাদা বিবৃতিতে জানিয়েছে, ব্যাঙ্কের একটি শাখায় ‘নো ইওর কাস্টমার’ বা কেওয়াইসি সংক্রান্ত নিয়ম মানা হয়নি। আরবিআইয়ের অভিযোগ, ‘‘ব্যাঙ্কের নিজস্ব অনুসন্ধান রিপোর্ট সমেত অন্যান্য নথিপত্র পরীক্ষা করে দেখে কেওয়াইসি সংক্রান্ত তথ্যে গরমিল ধরা পড়েছে।’’ এ ক্ষেত্রেও শীর্ষ ব্যাঙ্কের নির্দেশ মানা হয়নি বলে জানিয়েছে তারা। এই পরিস্থিতিতে ২ কোটি টাকা জরিমানা আদায়ের নির্দেশ দিয়েছে আরবিআই।

Advertisement

তবে রিজার্ভ ব্যাঙ্ক এ প্রসঙ্গে আরও দাবি করেছে যে, নিয়ম ভাঙার কারণেই জরিমানা বসিয়েছে তারা। গ্রাহকদের সঙ্গে করা কোনও চুক্তি বা লেনদেনে এর প্রভাব পড়বে না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement