বাজার থেকে টাকা তোলার অনুমতি

মূলধন জোগাড়ের জন্য এ বার বাজার থেকে টাকা তুলতে পারবে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলি। শুক্রবার লোকসভায় এ কথা জানিয়েছেন কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী জয়ন্ত সিংহ। আগামী চার বছরে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির ২.৩৯ লক্ষ কোটি টাকার বেশি মূলধন প্রয়োজন হবে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৫ জুলাই ২০১৫ ০২:৩৭
Share:

মূলধন জোগাড়ের জন্য এ বার বাজার থেকে টাকা তুলতে পারবে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলি। শুক্রবার লোকসভায় এ কথা জানিয়েছেন কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী জয়ন্ত সিংহ। আগামী চার বছরে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির ২.৩৯ লক্ষ কোটি টাকার বেশি মূলধন প্রয়োজন হবে। সেই কারণেই শেয়ার ছেড়ে বা লগ্নিকারী সংস্থার কাছে শেয়ার বিক্রি করে কেন্দ্রের অংশীদারি ধাপে ধাপে ৫২ শতাংশে নামিয়ে আনার অনুমতি দেওয়া হয়েছে বলে সিংহর দাবি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement