RBI Repo Rate

মধ্যবিত্তকে স্বস্তি দিতে বড় ঘোষণা করবে আরবিআই? নির্মলার করছাড়ে তুঙ্গে প্রত্যাশা

আগামী ৫ থেকে ৭ ফেব্রুয়ারি মুদ্রানীতি কমিটির বৈঠক করবে রিজ়ার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা আরবিআই। সেখানে মধ্যবিত্তকে স্বস্তি দিতে ঋণের ক্ষেত্রে সুদের হার কমাবে কেন্দ্রীয় ব্যাঙ্ক?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:৪৬
Share:

—প্রতীকী ছবি।

বাজেটে আয়কর নিয়ে বড় ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এ বার মধ্যবিত্তকে আরও স্বস্তি দিতে ঋণের ক্ষেত্রে মাসিক কিস্তির পরিমাণ কমাবে রিজ়ার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা আরবিআই? কেন্দ্রীয় ব্যাঙ্কের আসন্ন মুদ্রানীতি কমিটির (মনিটারি পলিসি কমিটি বা এমপিসি) বৈঠক ঘিরে তুঙ্গে উঠেছে তরজা।

Advertisement

চলতি বছরের ৫ থেকে ৭ ফেব্রুয়ারি এমপিসির বৈঠক করবে আরবিআই। নতুন গভর্নর সঞ্জয় মালহোত্রের নেতৃত্বে প্রথম বার হতে চলেছে ওই বৈঠক। আর্থিক বিশ্লেষকদের অনুমান, সেখানে রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট কমাতে পারে কেন্দ্রীয় ব্যাঙ্ক। শেষ পর্যন্ত রিজ়ার্ভ ব্যাঙ্ক এই সিদ্ধান্ত নিলে কমবে বাড়ি এবং গাড়ি ঋণের কিস্তির পরিমাণ।

সরকারি এবং বেসরকারি ব্যাঙ্কগুলি আরবিআইয়ের থেকে নির্দিষ্ট সুদের হারে ঋণ নিয়ে থাকে। একেই বলা হয় রেপো রেট। এটি হ্রাস পেলে সাধারণত দেশের সমস্ত ব্যাঙ্ক ঋণের ক্ষেত্রে কমিয়ে দেয় সুদের হার। সে ক্ষেত্রে মাসিক কিস্তির পরিমাণ নিম্নমুখী হওয়ার সুযোগ রয়েছে। রিজ়ার্ভ ব্যাঙ্ক রেপো রেট হ্রাস করলে গাড়ি এবং বাড়ির ঋণ নেওয়ার প্রবণতা বৃদ্ধি পাবে বলে ইঙ্গিত দিয়েছেন আর্থিক বিশ্লেষকেরা।

Advertisement

আসন্ন মুদ্রনীতি কমিটির বৈঠকে খাদ্য মুদ্রাস্ফীতির সূচক নামানোই রিজ়ার্ভ ব্যাঙ্কের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে যাচ্ছে বলে মনে করা হচ্ছে। দেশের আর্থিক বৃদ্ধির হারও যথেষ্ট ঝিমিয়ে পড়েছে। সেটিকে ফের চাঙ্গা করতে কেন্দ্রীয় ব্যাঙ্ক বেশ কিছু বড় ঘোষণা করতে পারে বলে আশাবাদী আর্থিক বিশেষজ্ঞেরা।

চলতি বছরের ৩১ জানুয়ারি সংসদে আর্থিক সমীক্ষা রিপোর্ট পেশ করে কেন্দ্র। সেখানে বলা হয়েছে, বিশ্বব্যাপী আর্থিক অনিশ্চয়তা সত্ত্বেও ভারতের মুদ্রাস্ফীতির হার ধীরে ধীরে চার শতাংশে নেমে আসবে। ফলে আর্থিক বৃদ্ধির হার এ বছর স্থিতিশীল থাকার বলছেন সমীক্ষকেরা।

গত ১ ফেব্রুয়ারি, শনিবার সংসদে পেশ করা বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী বার্ষিক ১২ লক্ষ টাকা পর্যন্ত আয়ে একটা টাকাও কর দিতে হবে না বলে ঘোষণা করেছেন। সরকারি এবং বেসরকারি সংস্থার চাকরিজীবীদের ক্ষেত্রে এই ছাড়ের পরিমাণ বছরে ১২.৭৫ লক্ষ টাকা বলে স্পষ্ট করেছেন তিনি। তবে এই সুবিধা নতুন কর কাঠামোতে মিলবে বলে জানিয়েছেন জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement