Currency

নতুন ১০ টাকার নোট কেমন দেখতে হবে জানেন?

নতুন নোটের রং হবে চকোলেট ব্রাউন। মহাত্মা গাঁধীর সিরিজের এই নোটে থাকবে কোনার্কের সূর্য মন্দিরের ছবি। তবে নতুন নোট চালু হলেও, পুরনো ১০ টাকার নোটও বৈধ থাকবে বলেই জানিয়েছে আরবিআই।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০১৮ ২১:৪৫
Share:

ঠিক এই রকমই দেখতে হবে নতুন ১০ টাকার নোট। ছবি: আরবিআইয়ের সৌজন্যে।

নয়া রূপে নতুন দশ টাকার নোট বাজারে আনছে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া (আরবিআই)। শুক্রবার নোটের নতুন ডিজাইনের ছবি প্রকাশ্যে আনল শীর্ষ ব্যাঙ্ক।

Advertisement

নতুন নোটের রং হবে চকোলেট ব্রাউন। মহাত্মা গাঁধীর সিরিজের এই নোটে থাকবে কোনার্কের সূর্য মন্দিরের ছবি। তবে নতুন নোট চালু হলেও, পুরনো ১০ টাকার নোটও বৈধ থাকবে বলেই জানিয়েছে আরবিআই।

শীর্ষ ব্যাঙ্ক সূত্রে খবর, ইতিমধ্যেই প্রায় একশো কোটি দশ টাকার নতুন নোট ছাপানো হয়ে গিয়েছে। শীঘ্রই তা বাজারে ছাড়া হবে। নতুন নোটে দেবনাগরী হরফে দশ লেখা হয়েছে। নোটে গভর্নর উর্জিত পটেলের সাক্ষর থাকবে।

Advertisement

আরও পড়ুন:

৮০ হাজার কোটি ব্যাঙ্ককে জোগাতে সায় চাইল কেন্দ্র

রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের টাকায় হাত নয়

গত বছর মার্চেই নতুন ১০ টাকার নোট বাজারে আনার কথা ঘোষণা করেছিল আরবিআই। নতুন নোটের নম্বর প্যানেলে ইংরাজি ‘এল’ হরফ থাকবে বলে জানানো হয়েছিল আরবিআইয়ের তরফে। নতুন নোটের পিছনে ঠাঁই পেয়েছে সচ্চ ভারত লোগো এবং স্লোগান এবং কোনার্কের সূর্য মন্দির।

২০১৬-র ৮ নভেম্বর বিমুদ্রাকরণের সিদ্ধান্ত নেয় নরেন্দ্র মোদী সরকার। রাতারাতি বাতিল ঘোষণা করা হয় ৫০০ এবং ১০০০ টাকার নোট। পুরনো নোট বদলে নুতন নোট সংগ্রহে কার্যতই হয়রানির মুখোমুখি হয় গোটা দেশ। পাশাপাশি শুরু হয় খুচরোর সমস্যা। পরিস্থিতি সামাল দিতে বাজারে ছাড়া হয় নতুন দু’হাজার টাকার নোট। গত অগস্টে মহাত্মা গাঁধী সিরিজের ৫০ এবং ২০০ টাকার নতুন নোটও ছাপানো হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন