প্রথম উড়ানে ভরসা ভর্তুকি

যেমন, এয়ার ডেকান এবং স্পাইসজেটও কলকাতাকে ছুঁয়ে ছোট রুটে উড়ান শুরু করতে চলেছে দ্রুত। সেই মানচিত্রে রয়েছে দুর্গাপুর, কোচবিহার, বার্নপুর, জামশেদপুর, রৌরকেলা, প্যাকিয়ং, শিলং, ডিমাপুর, যোরহাট, পাসিঘাট, তেজুর মতো শহর। যার বেশির ভাগ থেকেই এখন উড়ান পরিষেবা নেই।

Advertisement

সুনন্দ ঘোষ

শেষ আপডেট: ২৭ এপ্রিল ২০১৮ ১৫:৪৩
Share:

সূচনা: পূর্ব-ভারতের প্রথম আঞ্চলিক উড়ান। দমদমে। —নিজস্ব চিত্র।

পূর্ব ভারত থেকে এই প্রথম ডানা মেলল আঞ্চলিক উড়ান পরিষেবা। দেশের অন্যান্য প্রান্তের মতো সেই ভর্তুকির ভরসাতেই। তবে বিমান পরিষেবা সংস্থাগুলির দাবি, তিন বছর এই ভর্তুকি জারি থাকার মধ্যেই ডানার নীচে ব্যবসা চালানোর হাওয়ার জোর খুঁজে পাবে তারা। বিমানে চড়তে অভ্যস্ত হয়ে যাবেন ছোট শহরের অনেক মানুষ। তাই মিলবে যথেষ্ট সংখ্যক যাত্রী। ফলে খরচে রাশ টেনে দীর্ঘ মেয়াদে মুনাফার মুখ দেখা সম্ভবত একেবারে অসম্ভব হবে না।

Advertisement

বৃহস্পতিবার পূর্ব ভারতে এই পরিষেবা চালু হল জুম এয়ারের কলকাতা-তেজপুর উড়ানে। একই সঙ্গে বাঁশি বাজল এ শহর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে, পড়শি রাজ্যে এবং উত্তর-পূর্ব ভারতের ছোট ছোট শহরে বিভিন্ন রুটে পরিষেবা শুরুর।

যেমন, এয়ার ডেকান এবং স্পাইসজেটও কলকাতাকে ছুঁয়ে ছোট রুটে উড়ান শুরু করতে চলেছে দ্রুত। সেই মানচিত্রে রয়েছে দুর্গাপুর, কোচবিহার, বার্নপুর, জামশেদপুর, রৌরকেলা, প্যাকিয়ং, শিলং, ডিমাপুর, যোরহাট, পাসিঘাট, তেজুর মতো শহর। যার বেশির ভাগ থেকেই এখন উড়ান পরিষেবা নেই।

Advertisement

আঞ্চলিক উড়ান


বড় থেকে ছোট শহরে উড়ান পরিষেবা। যেখানে এখন দিনে তিনটির বেশি উড়ান নেই

পূর্ব ভারতে

দুর্গাপুর, কোচবিহার, বার্নপুর, রৌরকেলা, জামশেদপুর, যোরহাট, তেজপুর, ডিমাপুর, পসিঘাট, শিলং, তেজু ইত্যাদি

সরকারি সুবিধা


প্রথম তিন বছর ভর্তুকি। রাজ্য ও কেন্দ্র মিলে গুনছে বিমানের অর্ধেক আসনের টিকিটের দাম


জ্বালানিতে সারচার্জ নেই ভাড়া মকুব ল্যান্ডিং, পার্কিংয়ে


দিক-নির্দেশের ভাড়াও অর্ধেক সংস্থার আশা তিন বছরে বিমানে অভ্যস্ত হয়ে যাবেন যাত্রীরা


যথেষ্ট সংখ্যায় যাত্রী মিলবে আগামী দিনে ছোট বিমানে জ্বালানি, রক্ষণাবেক্ষণ ইত্যাদি খরচ কম। পরিষেবা চালিয়ে গেলে সম্ভব হবে মুনাফার মুখ দেখা

এই আঞ্চলিক উড়ান পরিষেবায় দেশের বড় শহরগুলি থেকে ছোট বিমান চালিয়ে ছোট শহরকে যুক্ত করতে নেমেছে কেন্দ্র। তার জন্য বহু নতুন বিমানবন্দর তৈরি হচ্ছে। সংস্থাগুলিকে দেওয়া হচ্ছে বিভিন্ন সুবিধাও। আপাতত প্রথম তিন বছর তা জারি থাকার কথা।

দেশের অন্যান্য প্রান্তে এই প্রকল্পে উড়ান পরিষেবা চালু হয়ে গিয়েছে। কলকাতা থেকে গত সেপ্টেম্বরে উড়ান শুরুর কথা ছিল ডেকানের। কিন্তু হাতে বিমান না আসায় তা হয়নি। সূত্রের খবর, ১ মে তারা তা চালু করবে। পরবর্তী পরিকল্পনা সম্পর্কে জুমের সিইও কৌস্তভ ধর বলেন, ‘‘অরুণাচল যাওয়ার জন্য গুয়াহাটিতে নেমে ১৬ ঘণ্টা গাড়িতে যেতে হয়। সেই ছবি বদলাবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement