মুকেশ অম্বানী। —ফাইল চিত্র।
ফ্রি থেকে পেইড সার্ভিস হতে চলেছে জিও। ১৫ এপ্রিলের মধ্যে জিও প্রাইমে নিজের নাম নথিভুক্ত না করলে পরিষেবাও বন্ধ হয়ে যাবে। এই আমূল বদলের সময় গ্রাহকদের উদ্দেশে খোলা চিঠি লিখলেন রিলায়্যান্স জিও-র চেয়ারম্যান মুকেশ অম্বানী।
নীচে রইল গ্রাহকদের উদ্দেশে লেখা মুকেশ অম্বানীর সেই চিঠি:
প্রিয় জিও পরিবারের সদস্যেরা,
যাঁরা ৩১ মার্চের আগে নথিভুক্ত হয়েছেন তাঁদের জন্য গত মাসে আমি একটা স্পেশাল মেম্বারশিপ প্রোগ্রাম— জিও প্রাইম এনেছিলাম। মাত্র এক মাসে সাত কোটিরও বেশি গ্রাহক তাতে সাড়া দিয়েছেন। এরকম প্রতিক্রিয়া পাওয়ায় আমি কৃতজ্ঞ।
জিওকে বেছে নেওয়ার জন্য আমি ব্যক্তিগত ভাবে সমস্ত গ্রাহককে ধন্যবাদ জানাচ্ছি। জিও সারা জীবন এ ভাবেই আপনাদের পরিষেবা দিয়ে যাবে। বাকি রাস্তাটাও জিও পরিবারের সদস্যদের কথা ভেবে চলার জন্য আমি প্রতিশ্রুতিবদ্ধ।
যাঁরা ৩১ মার্চের মধ্যে জিও প্রাইম মেম্বারশিপে নাম নথিভুক্ত করাতে পারেননি, তাঁদের জন্য এই সুযোগ আরও ১৫ দিন বাড়ানো হয়েছে। জিওর ফ্রি সার্ভিস পিরিয়ড শেষ। ১৫ এপ্রিলের মধ্যে গ্রাহকেরা নাম নথিভুক্ত না করালে জিও-র পরিষেবা আর পাবেন না।
কিন্তু এটা ফ্রি থেকে পেইড সার্ভিস হওয়ার সবচেয়ে বড় উদাহরণ। যাতে জিও এবং জিও-র গ্রাহক উভয়েরই এই পরিবর্তন মানিয়ে নিতে খুব একটা অসুবিধা না হয়, তার জন্য বিশেষ ভাবে সতর্ক থাকা হয়েছে।
বন্ধুগণ,
কোনও শুভ অনুষ্ঠানে উপহার দেওয়ার ঐতিহ্য চালু আছে ভারতে। জিও-তে আপনাদের এই প্রথম রিচার্জও আমাদের জন্য শুভ লক্ষণ। তাই দেশের ঐতিহ্য মেনে আমরাও আপনাদের উপহার দিয়েছি। জিও সামার সারপ্রাইজ আপনাদের দেওয়া জিও-র উপহার। জিও সামার সারপ্রাইজে আগামী ১৫ এপ্রিলের মধ্যে ৩০৩ টাকা বা তার অধিক টাকা দিয়ে রিচার্জ করলে পুনরায় আরও তিন মাস ফ্রি জিও সার্ভিসের সুযোগ পাবেন আপনারা।
আরও পড়ুন: জিও-প্রাইমের সময়সীমা বাড়ল ১৫ দিন
আমার কাছে জিও হল ডিজিটাল লাইফ গড়ে তোলার মিশন। সেই মিশনে আমার পাশে থাকার জন্য আপনাদের আরও একবার ধন্যবাদ জানাচ্ছি আমি।