আদানি গোষ্ঠীকে বিদ্যুৎ সংবহন ব্যবসা বেচছে অনিল অম্বানীর সংস্থা

প্রতিরক্ষা ও পরিকাঠামো তৈরির মতো মূল ব্যবসাগুলিকে নিয়েই এগোতে চান অনিল অম্বানী। একই সঙ্গে চুকিয়ে দিতে চান ঘাড়ে চেপে থাকা বিপুল ধারের বোঝা।

Advertisement

নয়াদিল্লি

শেষ আপডেট: ০৬ অক্টোবর ২০১৬ ০৩:৩৭
Share:

গৌতম আদানি ও অনিল অম্বানী।—সংবাদ সংস্থা

প্রতিরক্ষা ও পরিকাঠামো তৈরির মতো মূল ব্যবসাগুলিকে নিয়েই এগোতে চান অনিল অম্বানী। একই সঙ্গে চুকিয়ে দিতে চান ঘাড়ে চেপে থাকা বিপুল ধারের বোঝা। এ বার তাই এক ঢিলে দুই পাখি মারতে তাঁর গোষ্ঠীভুক্ত সংস্থা রিলায়্যান্স ইনফ্রাস্ট্রাকচার (রিল ইনফ্রা) নিজেদের বিদ্যুৎ সংবহনের ব্যবসা বিক্রি করতে চলেছে গৌতম আদানির সংস্থা আদানি ট্রান্সমিশনকে। বুধবারই এ সংক্রান্ত এক চুক্তি সই করেছে দু’পক্ষ। হাতবদলের অঙ্ক নিয়ে সংস্থা দু’টি মুখ না-খুললেও, সংশ্লিষ্ট ব্যাঙ্কের সূত্রে খবর, তা ছাড়াতে পারে ২,০০০ কোটি।

Advertisement

বর্তমানে রিল ইনফ্রার হাতে রয়েছে দু’টি বিদ্যুৎ সংবহনের লাইন। যা ছড়িয়ে মহারাষ্ট্র, গুজরাত, মধ্যপ্রদেশ ও কর্নাটকে। পাশাপাশি, হিমাচল প্রদেশ ও পঞ্জাবে ছড়ানো আর একটি সংবহন প্রকল্পে সংস্থার ৭৪% অংশীদারি। সংস্থা এক বিবৃতিতে এ দিন জানিয়েছে, আদানি গোষ্ঠীর সংস্থাটির সঙ্গে বিদ্যুৎ সংবহন ব্যবসার ১০০% বেচে দিতেই নির্দিষ্ট কিছু বিষয়ে চুক্তি হয়েছে।

এই মুহূর্তে রিল ইনফ্রার ঋণের বোঝা ২৫,১০০.৮১ কোটি (গত ৩১ মার্চের হিসেব অনুযায়ী)। সংস্থার লক্ষ্য, তুলনায় কম গুরুত্বপূর্ণ এই বিদ্যুৎ সংবহন ব্যবসা থেকে পাট গোটানোর পাশাপাশি বিক্রি থেকে পাওয়া অর্থে ঋণের খানিকটা ঘাড় থেকে নামানো।

Advertisement

এ দিন আদানি ট্রান্সমিশন এক বিবৃতিতে বলেছে, চলতি অর্থবর্ষেই অধিগ্রহণ প্রক্রিয়া শেষ হওয়ার কথা।

এর আগে মূল ব্যবসায় জোর দিতে ও টাকা জোগাড় করে ঋণ শোধের লক্ষ্যে তাদের সিমেন্ট ব্যবসাকে বিড়লা কর্পোরেশনের কাছে বেচে দিয়েছিল রিলায়্যান্স ইনফ্রাস্ট্রাকচার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement