What does Punjabi singer Talwinder Singh Sidhu look like?

মুখ ঢাকেননি মুখোশে! চর্চিত প্রেমিকা দিশার সঙ্গে তিনি, কোথায় প্রকাশ্যে এলেন তলবিন্দর?

কখনও দিশার সঙ্গে ঘনিষ্ঠতা ধরা পড়েছে তাঁর। কখনও তিনি বিয়েবাড়ির বাকিদের সঙ্গেও মন খুলে হইহই করেছেন। কোথায় নিজেকে মেলে ধরলেন পঞ্জাবি গায়ক?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০২৬ ১৪:২১
Share:

ইনিই কি মুখোশধারী গায়ক তলবিন্দর সিংহ সিদ্‌ধু? ছবি: সংগৃহীত।

সারা ক্ষণ তাঁর মুখে মুখোশ! প্রবাসী পঞ্জাবি গায়ক তলবিন্দর সিংহ সিদ্‌ধু কেমন দেখতে? কেউ জানেন না। দিশা পটানীর সঙ্গে প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়তে না পড়তেই দ্বিতীয় চমক! অবশেষে প্রকাশ্যে নায়িকার চর্চিত প্রেমিকের মুখ।

Advertisement

না, বিজ্ঞাপনে মুখ ঢাকেনি তলবিন্দরের। গায়ক বেছে নিয়েছেন মড়ার খুলি। এমনই একটি মুখোশ পরে তিনি সারা ক্ষণ ঘোরেন। সেটা মঞ্চানুষ্ঠান হোক বা যত্রতত্রসর্বত্র। অনুরাগীদের তাঁকে দেখার জন্য হা-পিত্যেশ প্রতীক্ষা! গায়কের যুক্তি, “মুখ দেখে কী হবে? আমার গান শুনুন। আমার গানকে ভালবাসুন।”

নিজের মুখ দেখাবেন না বলে যাঁর এমন ধনুকভাঙা পণ, সেই তিনিই মুখ দেখিয়ে ফেললেন!

Advertisement

কৃতি সেননের বোন নূপুর সেননের বিয়েতে আমন্ত্রিত ছিলেন সান-ফ্রান্সিস্কোর বাসিন্দা এই পঞ্জাবি গায়ক। সেখানেই তাঁর মুখে মুখোশ ছিল না! বদলে হুডিতে মুখের অনেকটাই ঢাকা ছিল তাঁর। তক্কে তক্কে ছিলেন ছবিশিকারিরাও। বাকি আমন্ত্রিতদের মতো তিনিও উল্লাসে মত্ত। তখনই সরে গিয়েছে হুডি। প্রকাশ্যে মুখের সিংহভাগ। ব্যস, ভিডিয়ো তুলে সমাজমাধ্যমে ছবিশিকারিরা ছড়িয়ে দিতেই ভাইরাল। নেটাগরিকেরা দিশার চর্চিত প্রেমিককে দেখে যেন চক্ষু সার্থক করেছেন!

ভিডিয়োয় দেখা গিয়েছে, তলবিন্দর কখনও মৌনি রায়ের স্বামী সুরজ নাম্বিয়ারের সঙ্গে রসিকতায় মাতছেন, কখনও তিনি ঘনিষ্ঠ দিশার সঙ্গে। তবে বিষয়টি যে অনিচ্ছাকৃত ভাবে ঘটে গিয়েছে, সেটা স্পষ্ট ঝলকে। গায়ক মুহূর্তের জন্যও বুঝতে পারেননি, ছবিশিকারিরা এ ভাবে মুখোশ সরিয়ে জনসমক্ষে নিয়ে আসবেন তাঁর ‘মুখ’কে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement