Business news

গ্রাহকদের জন্য ১২০ জিবি ফ্রি ৪-জি ডেটা আনল রিলায়্যান্স জিও!

এ যেন জিও-র চৈত্র সেল! এ বার গ্রাহকদের জন্য বিনামূল্যে ১২০ জিবি পর্যন্ত ৪জি ডেটার সুযোগ নিয়ে এল রিলায়্যান্স জিও। ৩১ মার্চের পর আনলিমিটেড ফ্রি ডেটা শেষ হওয়া নিয়ে যাঁরা মন খারাপ করছিলেন তাঁদের জন্যই এই সুযোগ বলে জিও কর্তৃপক্ষ জানিয়েছেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৭ মার্চ ২০১৭ ১৪:৩৭
Share:

এ যেন জিও-র চৈত্র সেল! এ বার গ্রাহকদের জন্য বিনামূল্যে ১২০ জিবি পর্যন্ত ৪জি ডেটার সুযোগ নিয়ে এল রিলায়্যান্স জিও। ৩১ মার্চের পর আনলিমিটেড ফ্রি ডেটা শেষ হওয়া নিয়ে যাঁরা মন খারাপ করছিলেন তাঁদের জন্যই এই সুযোগ বলে জিও কর্তৃপক্ষ জানিয়েছেন।

Advertisement

তবে জিও প্রাইম-এ নাম নথিভুক্ত করলেই এই সুযোগ পাওয়া যাবে না। এর জন্য কিছু শর্ত রেখেছে রিলায়্যান্স জিও কর্তৃপক্ষ।

কী সেই শর্ত?

Advertisement

জিও প্রাইম অফারে নানা রিচার্জের অপশন রয়েছে। বিনামূল্যে ডে়টার সুবিধা নিতে গেলে নূন্যতম ১৪৯ টাকা দিয়ে রিচার্জ করতে হবে। কেউ যদি ১৪৯ টাকা দিয়ে রিচার্জ করেন তিনি অতিরিক্ত ২ জিবি ডেটা পাবেন।

৩০৩ টাকা দিয়ে রিচার্জ করলে অতিরিক্ত ৫ জিবি ডেটা পাবেন। ৪৯৯ টাকা এবং তার বেশি দিয়ে রিচার্জ করলে অতিরিক্ত ১০ জিবি ডেটা পাবেন। এক মাসের মধ্যেই গ্রাহক একাধিক বার রিচার্জ করতে পারেন।

আরও পড়ুন: গ্রাহকদের জন্য প্রাইম অফারের সময় বাড়াতে চলেছে জিও

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement