Business news

গ্রাহকদের জন্য প্রাইম অফারের সময় বাড়াতে চলেছে জিও

বাড়তে চলেছে জিও প্রাইম অফারের সময়সীমা। জিও প্রাইম অফারের সুবিধা নেওয়ার জন্য আরও কিছুটা সময় পেতে চলেছেন গ্রাহকরা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৫ মার্চ ২০১৭ ১৯:১২
Share:

প্রতীকী ছবি।

বাড়তে চলেছে জিও প্রাইম অফারের সময়সীমা। জিও প্রাইম অফারের সুবিধা নেওয়ার জন্য আরও কিছুটা সময় পেতে চলেছেন গ্রাহকরা।

Advertisement

যদিও এখনও তা আলোচনার পর্যায়ে রয়েছে। সব কিছু ঠিকঠাক থাকলে মার্চের বদলে এপ্রিল পর্যন্ত এই সুবিধা পেতে চলেছেন গ্রাহকরা।

৩১ মার্চ জিও-র আনলিমিটেড হ্যাপি নিউ ইয়ার অফার শেষ হবে। তার পরও জিও-র সুবিধা দিতে গ্রাহকদের জন্য প্রাইম অফার আনে রিলায়্যান্স জিও সংস্থা। কিন্তু সে ক্ষেত্রে ৯৯ টাকা দিয়ে নথিভুক্ত করতে হত। যার সময়সীমাও ছিল ৩১ মার্চ। যাঁরা এখনও এই অফার সাবস্ক্রাইব করেননি তাঁদের জন্যই এই সুবিধা আনতে চলেছে জিও। ৩১ মার্চের বদলে ৩০ এপ্রিল পর্যন্ত তাঁরা এই প্রাইম অফার সাবস্ক্রাইব করতে পারবেন বলে জানা গিয়েছে।

Advertisement

আরও পড়ুন: প্রতিবেশী দেশগুলোর থেকে ভারতে কেন আইফোনের দাম এত বেশি?

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন