Reliance Industries

রিলায়্যান্সের হাত ধরে ফিরছে ক্যাম্পা কোলা

ক্যাম্পা কোলার ব্যবসা করত দিল্লির পিয়োর ড্রিঙ্কস গ্রুপ। সঙ্গে ছিল অরেঞ্জ ও লেমন ফ্লেভারের পানীয়ও। কোকাকোলা ও পেপসি বাজারে পা রাখার পর আর্থিক ভাবে দুর্বল হতে থাকে সংস্থাটি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২২ ০৭:১৯
Share:

বাজারে ফিরছে ক্যাম্পা কোলা। ছবি সংগৃহীত।

নব্বইয়ের দশকের গোড়া পর্যন্ত পার্লের থাম্পস আপ, গোল্ড স্পট এবং লিমকার পাশাপাশি ভারতের নরম পানীয়ের বাজার মাতাত ক্যাম্পা কোলা। সূত্রের খবর, উৎসবের মরসুমে সেই ব্র্যান্ড ফিরছে রিলায়্যান্স রিটেলের হাত ধরে। সে ক্ষেত্রে কোকাকোলা এবং পেপসির সঙ্গে জোর টক্কর হতে চলেছে তাদের। ওয়াকিবহাল মহলের বক্তব্য, সেই প্রতিযোগিতায় শুরু থেকেই জমি শক্তিশালী করার লক্ষ্যে পুরনো নস্টালজিয়াকে কাজে লাগাতে চাইছে মুকেশ অম্বানীর সংস্থা।

Advertisement

ক্যাম্পা কোলার ব্যবসা করত দিল্লির পিয়োর ড্রিঙ্কস গ্রুপ। সঙ্গে ছিল অরেঞ্জ ও লেমন ফ্লেভারের পানীয়ও। কোকাকোলা ও পেপসি বাজারে পা রাখার পর আর্থিক ভাবে দুর্বল হতে থাকে সংস্থাটি। পার্লের ব্র্যান্ডগুলিকে কিনে নেয় কোকাকোলা। আর ক্যাম্পার ব্যবসা বন্ধই হয়ে যায়। একাধিক বার ফিরে আসার চেষ্টা করলেও তা সফল হয়নি। শেষ চেষ্টা হয়েছিল ২০১৯ সালে। কিন্তু পুঁজির অভাবে সে বারও ব্যবসা গুটিয়ে গিয়েছে। সম্প্রতি রিলায়্যান্স রিটেলের মাধ্যমে স্বল্পমেয়াদি ভোগ্যপণ্যের ব্যবসা শুরুর কথা ঘোষণা করেছে মুকেশ অম্বানীর শিল্প গোষ্ঠী। বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে চুক্তির প্রক্রিয়া শুরু করেছে তারা। সূত্রের খবর, ২২ কোটি টাকা খরচ করে পিয়োর ড্রিঙ্কসের থেকে ক্যাম্পা ব্র্যান্ড কিনেছে সংস্থাটি। অক্টোবরে দীপাবলির সময়ে ফের তিনটি পানীয়ের বাজারে আসার কথা। রিলায়্যান্স রিটেল স্টোর, জিয়ো মার্টের পাশাপাশি, যে সমস্ত ছোট বিপণি রিলায়্যান্সের পণ্য রাখে সেখানে পাওয়া যাবে ক্যাম্পা ব্র্যান্ডের পানীয়গুলি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন