RBI

কমছে না, আসলে বাড়ছে বিদেশি লগ্নি, এফডিআই নিয়ে বার্তা দিল রিজ়ার্ভ ব্যাঙ্ক

গভর্নর সঞ্জয় মলহোত্রের বার্তা, ভারত এখনও বিদেশি লগ্নিকারীদের কাছে আকর্ষণীয়। কোনও দেশ থেকে লগ্নিকারীরা ইচ্ছামতো টাকা তুলে নিচ্ছেন মানে সেখানকার বাজার পরিণত হচ্ছে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৭ জুন ২০২৫ ০৭:৪৬
Share:

২০২৪-২৫ সালে ভারতে মোট ৮১০০ কোটি ডলারের এফডিআই এসেছে বলে জানিয়েছে শীর্ষ ব্যাঙ্ক। —প্রতীকী চিত্র।

প্রত্যক্ষ বিদেশি লগ্নি (এফডিআই) কমার ছবি উঠে এসেছে রিজ়ার্ভ ব্যাঙ্কের বার্ষিক রিপোর্টে। যা নিয়ে বিরোধীদের তোপের মুখে ব্যাখ্যা দিতে আসরে নামতে হয়েছে বিব্রত মোদী সরকারকে। জানিয়েছে, আদতে বাড়ছে বিদেশি লগ্নি। শীর্ষ ব্যাঙ্কও সেই দাবিকেই ফের সমর্থন জানাল। শুক্রবার ঋণনীতিতে ঘোষণা করে গভর্নর সঞ্জয় মলহোত্রের বার্তা, ভারত এখনও বিদেশি লগ্নিকারীদের কাছে আকর্ষণীয়। কোনও দেশ থেকে লগ্নিকারীরা ইচ্ছামতো টাকা তুলে নিচ্ছেন মানে সেখানকার বাজার পরিণত হচ্ছে। সেই দেশে চাইলেই ঢোকা-বেরোনো যায়। যা বিদেশি লগ্নিকারীদের ভরসা দিচ্ছে। ভারতের ক্ষেত্রেও সেই ঘটনাই ঘটছে।

২০২৪-২৫ সালে ভারতে মোট ৮১০০ কোটি ডলারের এফডিআই এসেছে বলে জানিয়েছে শীর্ষ ব্যাঙ্ক। যা তার আগের বছরের থেকে ১৪% বেশি। কিন্তু নিট হিসাবে এই লগ্নি প্রায় ৯৬% কমে দাঁড়িয়েছে মাত্র ৪০ কোটি ডলারে। গত অর্থবর্ষে শেয়ার বাজারথেকে বিদেশি লগ্নিকারী সংস্থাগুলি ১৭০ কোটি ডলার তুলে নিয়েছে।

এ নিয়ে মোদী সরকারকে তোপ দেগেছে বিরোধী কংগ্রেস। বাণিজ্য মন্ত্রকের দেখায় ভারত এফডিআই টানায় কতটা সফল। মোদী সরকারের লগ্নিবান্ধব এফডিআই নীতিই বেশির ভাগ ক্ষেত্রে ১০০% বিদেশি লগ্নির রাস্তা খুলেছে। এই প্রসঙ্গেই আজ মলহোত্র জানান, মোট হিসাবে দেখলে দেশে গত বছর এফডিআই অনেকটাই বেড়েছে। অর্থাৎ, বিদেশি লগ্নিকারীরা ভারতে টাকা ঢালায় বিমুখ নন। আবার নিট এফআইডি কমার কারণ বিদেশ থেকে আসা টাকা সেখানেই ফেরত যাওয়া। এটা যখন ঘটে, তখন বোঝা যায় লগ্নিকারীরা এ দেশে লেনদেনে এবং ঢুকতে-বেরোতে বেশি স্বচ্ছন্দ্য। আর সেটা পরিণত বাজারেরই লক্ষণ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন