অনাদায়ী ঋণে রাশ টানতে জারি হল নতুন নির্দেশিকা

নির্দেশিকাকে স্বাগত জানিয়েছেন ব্যাঙ্কিং বিশেষজ্ঞরা। যেমন, ইউনাইটেড ব্যাঙ্ক অব ইন্ডিয়ার প্রাক্তন সিএমডি ভাস্কর সেন বলেন, ‘‘ঋণ দেওয়ার পরে শুরু থেকেই তার দিকে নজর রাখা ভীষণ ভাবে জরুরি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০১৮ ০২:২৯
Share:

অনুৎপাদক সম্পদে দ্রুত রাশ টানতে নতুন নির্দেশিকা জারি করল রিজার্ভ ব্যাঙ্ক। সোমবার গভীর রাতে ঘোষণা করল এক গুচ্ছ দাওয়াই। এই নির্দেশিকা তৈরিই করা হয়েছে কেন্দ্রের নতুন দেউলিয়া বিধির কথা মাথায় রেখে। যাতে শীর্ষ ব্যাঙ্কের নির্দেশিকা ও কেন্দ্রের দেউলিয়া আইন— এই দু’য়ের মধ্যে সমন্বয় এনে যত তাড়াতাড়ি সম্ভব রাশ টানা যায় অনাদায়ী ঋণের সমস্যায়।

Advertisement

এ প্রসঙ্গে কেন্দ্রীয় আর্থিক পরিষেবা সচিব রাজীব কুমারের দাবি, ‘‘ঋণখেলাপিদের ঘুম ভাঙানোর কাজ করবে এই নতুন নির্দেশিকা।’’

নির্দেশিকাকে স্বাগত জানিয়েছেন ব্যাঙ্কিং বিশেষজ্ঞরা। যেমন, ইউনাইটেড ব্যাঙ্ক অব ইন্ডিয়ার প্রাক্তন সিএমডি ভাস্কর সেন বলেন, ‘‘ঋণ দেওয়ার পরে শুরু থেকেই তার দিকে নজর রাখা ভীষণ ভাবে জরুরি। আগে ঋণ অনুৎপাদক সম্পদে পরিণত হওয়ার পরে তবেই টনক নড়ত ব্যাঙ্ক কর্তৃপক্ষের।’’ কোনও ঋণ অনুৎপাদক সম্পদে পরিণত হতে যাচ্ছে কি না, নতুন নির্দেশিকার দৌলতে তা দ্রুত চিহ্নিত হবে বলেও তাঁর বিশ্বাস।

Advertisement

শীর্ষ ব্যাঙ্কের দাওয়াই

• নতুন দেউলিয়া বিধির সঙ্গে সমন্বয়

• দ্রুত অনুৎপাদক সম্পদ চিহ্নিত করা। ব্যবস্থাও সময় বেঁধে

• প্রাথমিক স্তরে তা খুঁজে ফেলতে হবে স্পেশাল মেনশন অ্যাকাউন্টে

• বাতিল জয়েন্ট লেন্ডার্স ফোরাম। কোনও সংস্থাকে একাধিক ব্যাঙ্ক ঋণ দিলে যা তৈরি হয়

• অনুৎপাদক সম্পদে রাশ টানতে ঋণ ঢেলে সাজা সমেত কোনও প্রকল্প এখনও কার্যকর না হয়ে থাকলে, তা বাতিল বলে গণ্য হবে

• সমস্যা যুঝতে দ্রুত ব্যবস্থা নিতে হবে ব্যাঙ্কের পরিচালন পর্ষদকে

• নির্দিষ্ট সময়ে ঋণ শোধ না হলে, তার ১৫ দিনের মধ্যে দেউলিয়া আইনে ব্যবস্থা নিতে হবে ব্যাঙ্ককে

• মোটা ঋণে সুদ ঠিক মতো মেটানো হচ্ছে কি না, তা নিয়ে প্রতি মাসে রিজার্ভ ব্যাঙ্কের কাছে রিপোর্ট ১ এপ্রিল থেকেই

• সুদ বাকি, এমন ৫ কোটি বা তার বেশি অঙ্কের ঋণে রিপোর্ট প্রতি শুক্রবারই। এই নিয়ম ২৩ ফেব্রুয়ারি থেকেই

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন