নিয়ন্ত্রকে আপত্তি রিজার্ভ ব্যাঙ্কের

নেটের মাধ্যমে আর্থিক লেনদেন ব্যবস্থা নিয়ন্ত্রণের জন্য একটি স্বাধীন কর্তৃপক্ষ গঠনের সুপারিশ করেছিল কেন্দ্র নিযুক্ত কমিটি।

Advertisement

মুম্বই

শেষ আপডেট: ২১ অক্টোবর ২০১৮ ০১:০৮
Share:

নেটের মাধ্যমে আর্থিক লেনদেন ব্যবস্থা নিয়ন্ত্রণের জন্য একটি স্বাধীন কর্তৃপক্ষ গঠনের সুপারিশ করেছিল কেন্দ্র নিযুক্ত কমিটি। বলা হয়েছিল সরকার নিযুক্ত ব্যক্তিকে ওই নিয়ন্ত্রকের শীর্ষে রাখার কথা। কিন্তু সেই প্রস্তাবের বিরোধিতা করল রিজার্ভ ব্যাঙ্ক। তাদের মতে, শীর্ষ ব্যাঙ্কের আওতার বাইরে ওই ধরনের কর্তৃপক্ষ গঠনের দরকার নেই।

Advertisement

রিজার্ভ ব্যাঙ্কের অন্যতম এগ্‌জ়িকিউটিভ ডিরেক্টর গণেশ কুমার বিবৃতিতে এই আপত্তির কথা জানিয়েছেন। কেন্দ্র নিযুক্ত কমিটিতে শীর্ষ ব্যাঙ্কের একমাত্র প্রতিনিধি ছিলেন তিনিই। কেন্দ্র ও রিজার্ভ ব্যাঙ্কের এই মতানৈক্যকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

অগস্টে কেন্দ্রের আর্থিক বিষয়ক সচিব সুভাষচন্দ্র গর্গের নেতৃত্বে সাত সদস্যের কমিটি গঠন করে কেন্দ্র। তারাই ইন্টারনেটের মাধ্যমে আর্থিক লেনদেন ব্যবসায় যুক্ত সংস্থাগুলিকে নিয়ন্ত্রণে রিজার্ভ ব্যাঙ্কের আওতার বাইরে স্বাধীন কর্তৃপক্ষ গঠনের প্রস্তাব দেয়। বলা হয়, শীর্ষ ব্যাঙ্কের সঙ্গে পরামর্শ করে কর্তৃপক্ষের শীর্ষ পদাধিকারীকে নিয়োগ করবে কেন্দ্র। নেটের যুগে নগদহীন লেনদেনে বাড়তি গুরুত্ব দিচ্ছে কেন্দ্র। জনপ্রিয় হচ্ছে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ই-ওয়ালেটে টাকা মেটানোর ব্যবস্থা। এই ক্ষেত্র পরিচালনার জন্যই রিজার্ভ ব্যাঙ্কের আওতার বাইরে স্বাধীন কর্তৃপক্ষ গঠনের প্রস্তাব দেয় কমিটি। রিজার্ভ ব্যাঙ্কের বক্তব্য ছিল, কর্তৃপক্ষ তৈরি করা যেতে পারে। তবে শীর্ষে থাকবেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নরই।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement