তিন মাস বাড়ল পুরনো পণ্য বিক্রির সময়সীমা

কেন্দ্রীয় ক্রেতা সুরক্ষা মন্ত্রী রামবিলাস পাসোয়ান শুক্রবার জানিয়েছেন, ওই পুরনো জিনিসপত্রগুলির মোড়কের উপর নতুন কর জমানায় স্থির হওয়া দাম সেঁটে ৩১ ডিসেম্বরের মধ্যে বিক্রি করতে হবে।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০১৭ ০১:৫৪
Share:

প্রতীকী ছবি।

জিএসটি চালুর আগের যে সমস্ত পণ্য ব্যবসায়ীদের ভাঁড়ারে রয়ে গিয়েছে, সেগুলি বিক্রির সময়সীমা আরও তিন মাস বাড়িয়ে দিল কেন্দ্র। ফলে ৩০ সেপ্টেম্বর থেকে বেড়ে তা এখন দাঁড়াল ৩১ ডিসেম্বর।

Advertisement

কেন্দ্রীয় ক্রেতা সুরক্ষা মন্ত্রী রামবিলাস পাসোয়ান শুক্রবার জানিয়েছেন, ওই পুরনো জিনিসপত্রগুলির মোড়কের উপর নতুন কর জমানায় স্থির হওয়া দাম সেঁটে ৩১ ডিসেম্বরের মধ্যে বিক্রি করতে হবে। গত ১ জুলাই পণ্য-পরিষেবা কর চালুর পরে পুরনো পণ্যগুলি বিক্রির জন্য কেন্দ্র ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময় দিয়েছিল। বলেছিল, সেগুলিতে আগেকার ছাপা সর্বোচ্চ দামের (এমআরপি) পাশাপাশি জিএসটি জমানায় স্থির হওয়া নতুন দামেরও স্টিকার সেঁটে বেচতে হবে। যাতে ক্রেতারা এখন সেটির দাম বাড়ল না কমলো, তা স্পষ্ট বুঝতে পারেন।

তবে বিভিন্ন সংস্থা ও খুচরো ব্যবসায়ীদের সংগঠন সিএআইটি (কনফেডারেশন অব অল ইন্ডিয়া ট্রেডার্স) দাবি করেছে, তাদের ভাণ্ডারে এখনও বিপুল পরিমাণে পুরনো পণ্য রয়ে গিয়েছে। যার পরিমাণ দাঁড়াতে পারে ৬ লক্ষ কোটি টাকা। যে কারণে কেন্দ্রের কাছে সেগুলি বিক্রির সময়সীমা আরও বাড়ানোর জন্য আর্জি জানায় তারা। সেই পরিপ্রেক্ষিতেই বিক্রির সময়সীমা বাড়ানোর এই সিদ্ধান্ত নিয়েছে ক্রেতা সুরক্ষা মন্ত্রক।

Advertisement

আরও পড়ুন: পড়তে হবে বইটা, স্টলে বিক্রেতা বিমান

ছোট মাপের রফতানিকারীরা এ বার থেকে ব্যাঙ্ক গ্যারান্টি ছাড়াই তাঁদের পণ্য ও পরিষেবা সরবরাহ করতে পারবে। বৃহস্পতিবারই রফতানি সংক্রান্ত সমস্যার মেটানোর আর্জি নিয়ে অর্থমন্ত্রী অরুণ জেটলির সঙ্গে দেখা করেন তাঁরা। তার পরেই শুক্রবার মন্ত্রকের তরফে জানানো হয়, রফতানিকারীদের কিছুটা স্বস্তি দিতে শুধু বন্ড বা লেটার অব আন্ডারটেকিং জমা দিয়ে পণ্য ও পরিষেবা রফতানির সুযোগ আনল তারা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন