ট্রেনে মহিলা যাত্রীর মোবাইল চুরি! জিআরপির তৎপরতায় গ্রেফতার এক

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

বর্ধমান শেষ আপডেট: ১৬ মে ২০২৪ ২৩:৩২
Share:

—প্রতীকী চিত্র।

দূরপাল্লার ট্রেনের সংরক্ষিত কামরা থেকে মহিলা যাত্রীর মোবাইল চুরির ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করেছে বর্ধমান জিআরপি। ধৃতের নাম মুকেশ বেদ। হুগলির পান্ডুয়া থানার খারাজিপাড়ায় তাঁর বাড়ি। বৃহস্পতিবার ভোরে বর্ধমান স্টেশনের ৪ নম্বর প্ল্যাটফর্ম থেকে তাঁকে গ্রেফতার করা হয়। তাঁর কাছ থেকে চুরির মোবাইলটি উদ্ধার হয়েছে বলে জিআরপির দাবি। ধৃতকে বৃহস্পতিবারই বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয়। বিচারবিভাগীয় হেফাজতে পাঠিয়ে শুক্রবার ধৃতকে ফের আদালতে পেশের নির্দেশ দেন সিজেএম।

Advertisement

জিআরপি জানিয়েছে, গত ২৬ মার্চ দক্ষিণ ২৪ পরগনার কসবা থানা এলাকার বাসন্তী নস্কর পাইক শিয়ালদহ থেকে দার্জিলিং মেলে নিউ জলপাইগুড়ি যাচ্ছিলেন। ট্রেনটি বর্ধমান স্টেশন ছাড়ার পর তিনি লক্ষ্য করেন, তাঁর মোবাইলটি চুরি হয়ে গিয়েছে। ট্রেনটি নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছলে তিনি সেখানকার জিআরপিতে অভিযোগ দায়ের করেন। সেখান থেকে তদন্তের জন্য অভিযোগটি বর্ধমান জিআরপিতে পাঠানো হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন