গ্যাস ক্ষেত্রে পথ খুলল ৪০ হাজার কোটি লগ্নির

এ দিন বঙ্গোপসাগরের কেজি-ডি৬ ব্লকে তাদের তিনটি ক্ষেত্রে প্রাকৃতিক গ্যাস উত্তোলনে নামার অনুমতি দিয়েছে সংশ্লিষ্ট বিষয়ের নিয়ন্ত্রক ডিজিএইচের নেতৃত্বাধীন কেন্দ্রের ম্যানেজমেন্ট কমিটি (এমসি)।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০১৮ ০১:৪০
Share:

কেজি বেসিনে রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ ও তার সহযোগী বিপির ৪০ হাজার কোটি টাকা লগ্নির পরিকল্পনা বাস্তবায়িত হওয়ার পথ খুলল সোমবার।

Advertisement

এ দিন বঙ্গোপসাগরের কেজি-ডি৬ ব্লকে তাদের তিনটি ক্ষেত্রে প্রাকৃতিক গ্যাস উত্তোলনে নামার অনুমতি দিয়েছে সংশ্লিষ্ট বিষয়ের নিয়ন্ত্রক ডিজিএইচের নেতৃত্বাধীন কেন্দ্রের ম্যানেজমেন্ট কমিটি (এমসি)। ডিজিএইচ-ই টুইট করে জানিয়েছে সে কথা। এগুলিতে লগ্নি হবে ২৬ হাজার কোটি টাকা। এর আগে ডি৬ ব্লকের নীচের দিকে এমজে ও আরও ছ’টি স্যাটেলাইট ক্ষেত্রেও রিলায়্যান্স-বিপিকে গ্যাস তোলার সবুজ সঙ্কেত দিয়েছে ওই কমিটি। যারা দেশে তেল-গ্যাস উত্তোলনের চূড়ান্ত অনুমতি দেয়। এবং যা পাওয়ার পরে পাকাপাকি ভাবে লগ্নিতে নামে সংস্থা। ফলে এ দিনের সায়ের পরে প্রস্তাবিত তিনটি বিভাগের ক্ষেত্রেই গ্যাস উত্তোলনে নামতে পারবে রিলায়্যান্স। সব মিলিয়ে যেখানে লগ্নি হওয়ার কথা ৪০ হাজার কোটি টাকা।

কেজি বেসিনে উৎপাদন কমছে বহু দিন ধরেই। ঘুরে দাঁড়াতে গত জুনে তিন ভাগে ডি৬ ব্লকের বিভিন্ন ক্ষেত্রে ফের গ্যাস উত্তোলনে ওই লগ্নির কথা জানায় রিলায়্যান্স। বিপির আশা, ২০২০-’২২ নাগাদ এখান থেকে ৩-৩.৫ কোটি ঘন মিটার গ্যাস পাবে দেশ।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন