রিফান্ডের নিয়ম সরল হল রফতানি ব্যবসায়

পরোক্ষ কর পর্ষদ এক বিবৃতিতে জানিয়েছে, রিফান্ড সংক্রান্ত ফর্ম পূরণ করে তা সংশ্লিষ্ট কমিশনারের হাতে জমা দেওয়া যাবে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৭ নভেম্বর ২০১৭ ০১:২৭
Share:

ক্ষুব্ধ রফতানিকারীরা যাতে দ্রুত জিএসটির আওতায় রিফান্ড পেতে পারেন, তার জন্য নিয়ম আরও সরল করল কেন্দ্র। তাঁরা এ বার থেকে ফর্ম পূরণ করে তা হাতে হাতেও জমা দিতে পারবেন। এর আগে শুধু অনলাইনেই ফর্ম পূরণ করে তা জমা দিতে বলা হয়েছিল রফতানিকারীদের।

Advertisement

পরোক্ষ কর পর্ষদ এক বিবৃতিতে জানিয়েছে, রিফান্ড সংক্রান্ত ফর্ম পূরণ করে তা সংশ্লিষ্ট কমিশনারের হাতে জমা দেওয়া যাবে। লক্ষ্য রফতানিকারীদের কাঁচামাল খাতে আগে মেটানো কর দ্রুত ফেরতের ব্যবস্থা করা। কারণ ওই টাকা না-পেলে টান পড়ছে তাঁদের কার্যকরী মূলধনে। ব্যবসা চালাতে নাজেহাল হচ্ছেন বলেই ক্ষুব্ধ তাঁরা। অনেকের অভিযোগ, জিএসটি পোর্টালে এখনও মিলছে না রিফান্ডের ফর্ম। তাই টাকা ফেরত পেতে দেরির আশঙ্কা ছিল বলে জানিয়েছেন রফতানিকারীরা। কাঁচা মালে মেটানো কর রিফান্ড ছাড়াও এই ব্যবস্থা তাঁদের জন্য, যাঁরা বিশেষ আর্থিক অঞ্চলে পণ্য সরবরাহ করেছেন এবং পরিষেবা রফতানিতে কেন্দ্র-রাজ্য সম্মিলিত জিএসটি বা আইজিএসটি মিটিয়েছেন।

উল্লেখ্য, প্রায় এক বছরে অক্টোবরে রফতানি সরাসরি কমেছে ১.১২%। সংশ্লিষ্ট শিল্পের যুক্তি, জিএসটি চালুর পরে নগদে টান পড়াতেই সরাসরি কমেছে রফতানি। রফতানিকারীদের সংগঠন ফিও জানিয়েছে, চার মাস জিএসটি মেটালেও আগে মেটানো কর এখনও ফেরত মেলেনি। ফলে নগদের ঘাটতিতে ভুগছেন তাঁরা।

Advertisement

ছাড় আগামে: নগদের জোগান বাড়াতে ভবিষ্যতে পণ্য সরবরাহের জন্য হাতে পাওয়া আগামে জিএসটি মেটানোর নিয়ম বাতিল করল কেন্দ্র। ব্যবসা দেড় কোটি টাকার মধ্যে থাকলে এই সুবিধা মিলত। এ বার তা সকলেই পাবেন। ব্যবসায়ীরা এ নিয়ে ক্ষোভ জানান, কারণ ভ্যাট বা উৎপাদন শুল্কের জমানায় তা দিতে হত না। তবে কম্পোজিশন স্কিমে (বার্ষিক ব্যবসা ১ কোটি টাকা পর্যন্ত) এই নিয়ম খাটবে না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement