Indian rupee down

টাকার দামে রেকর্ড পতন, ডলারের নিরিখে আরও কমজোরি! নেপথ্যে কি সেই আমেরিকা?

আর্থিক বিশেষজ্ঞদের মতে ফেডারেল রিজ়ার্ভের সুদের হার ঘোষণার পর টাকার দর ৮৫ টাকার গণ্ডি পেরোতে পারে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৪ ১৮:৪৩
Share:

—প্রতীকী ছবি।

ডলারের নিরিখে কমেই চলেছে টাকার দাম। শেয়ার বাজারের সঙ্গে পাল্লা দিয়ে ভারতীয় মুদ্রার মূল্যও ক্রমেই নীচের দিকে নামতে শুরু করেছে। আমেরিকার কেন্দ্রীয় ব্যাঙ্ক ঋণনীতি নিয়ে সিদ্ধান্ত জানানোর আগেই পড়ল টাকার দর। বুধবার (১৮ ডিসেম্বর) আরও ৫ পয়সা দুর্বল হয়ে পড়েছে ভারতীয় মুদ্রা। যা দেখে ভুরু কুঁচকেছেন আর্থিক বিশ্লেষকেরা। আর্থিক বিশেষজ্ঞদের মতে ফেডারেল রিজ়ার্ভের সুদের হার ঘোষণার পর টাকার দর ৮৫ টাকার গণ্ডি পেরোতে পারে। বুধবার ১ ডলারের বদলে টাকার মূল্য দাঁড়িয়েছে ৮৪.৯৫। দিনের মাঝামাঝি যা ৮৪.৯৬ টাকায় পৌঁছে গিয়েছিল। মঙ্গলবার ৮৪.৯০ টাকায় বন্ধ হয়েছিল বৈদেশিক মুদ্রা লেনদেনের বাজার।

Advertisement

আর্থিক বিশেষজ্ঞদের একাংশের মতে শীঘ্রই আমেরিকার কেন্দ্রীয় ব্যাঙ্ক সুদের হার কমানোর কথা ঘোষণা করতে পারে। তাঁদের অনুমান, প্রায় ২৫ বেসিস পয়েন্ট কমাতে পারে আমেরিকার কেন্দ্রীয় ব্যাঙ্ক। হার কমলে যুক্তরাষ্ট্রের সংস্থাগুলির বেশি লাভ করার সম্ভাবনা বাড়বে। সে ক্ষেত্রে আরও চাঙ্গা হবে আমেরিকার শেয়ার বাজার। বাজার বিশেষজ্ঞদের ধারণা, প্রাথমিকভাবে শক্তিশালী অর্থনীতি এবং সুদের হার কমানোর কারণে ২০২৫ সালের প্রথমার্ধে ডলার তার প্রতিপত্তি ধরে রাখতে সক্ষম হবে। নভেম্বরে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকেই ডলারের নিরিখে হু হু করে কমেছে ভারতীয় টাকার দাম। ভারতীয় শেয়ার বাজারের থেকে মুখ ফিরিয়ে রয়েছেন বিদেশি লগ্নিকারীদের একটা বড় অংশ। অবিলম্বে পরিস্থিতির বদল না হলে তা আরও খারাপের দিকে যেতে পারে বলে মনে করা হচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement