সহারার দাবি

সহারা ইন্ডিয়া ফিনান্সিয়াল কর্পোরেশনের এনবিএফসি নথিভুক্তি বাতিলকে মঙ্গলবার রিজার্ভ ব্যাঙ্কের সঙ্গে তাদের পারস্পরিক সম্মতিতে করা এক বন্দোবস্ত বলে দাবি করল সহারা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০১৫ ০৩:৪৮
Share:

সহারা ইন্ডিয়া ফিনান্সিয়াল কর্পোরেশনের এনবিএফসি নথিভুক্তি বাতিলকে মঙ্গলবার রিজার্ভ ব্যাঙ্কের সঙ্গে তাদের পারস্পরিক সম্মতিতে করা এক বন্দোবস্ত বলে দাবি করল সহারা। সহারার দাবি, আলাপ-আলোচনায় দু’পক্ষ ওই সংস্থার এনবিএফসি ব্যবসা গোটানোর সিদ্ধান্তে একমত হয় আগেই। যে কারণে ২০১১ সাল থেকেই নতুন আমানত সংগ্রহ বন্ধ করে, পুরনোগুলি ফেরতের প্রক্রিয়া শুরু হয়। সেই পথে হেঁটেই ২০১৫-তে বন্ধ হল ওই এনবিএফসি। এ দিন সহারার আরও দাবি, সুপ্রিম কোর্ট তাদের সম্পত্তি ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট লেনদেনের জন্য খুলে দেওয়ার নির্দেশ দিলে এবং সুব্রত রায় জেল থেকে মুক্তি পেলেই নিজেদের আর্থিক সঙ্কট কাটিয়ে উঠতে পারবে তারা। কারণ, সংস্থার আর্থিক ভিত এখনও অত্যন্ত মজবুত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement