Electric Vehicles Sale

লাভ হচ্ছে না লাগাতার প্রচারেও, এক বছরে বৈদ্যুতিক গাড়ির বিক্রি বাড়ল মাত্র এক শতাংশ

ফাডা-র তথ্য অনুযায়ী, ২০২৪ সালের এপ্রিলে সারা দেশে বিক্রি হওয়া গাড়ির মধ্যে বৈদ্যুতিক গাড়ির ভাগ ছিল ২.২৬%।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ মে ২০২৫ ০৭:০৬
Share:

বৈদ্যুতিক গাড়ি। —ফাইল চিত্র।

বৈদ্যুতিক গাড়ির প্রসারের লক্ষ্যে বিগত কয়েক বছর লাগাতার প্রচার চালিয়েছে কেন্দ্র ও রাজ্য সরকারগুলি। কিন্তু তাতে যে পরিস্থিতির বিশেষ বদল হয়নি, তা ২০২৫-২৬ অর্থবর্ষের প্রথম মাসে গাড়ি বিক্রির তথ্য থেকেই স্পষ্ট। সোমবার গাড়ি বিক্রেতাদের সংগঠন ফাডা-র প্রকাশ করা পরিসংখ্যানে দেখা যাচ্ছে, গত এপ্রিলে সারা দেশে বিক্রি হওয়া গাড়ির মধ্যে বৈদ্যুতিক চার চাকার গাড়ির অনুপাত এক বছর আগের তুলনায় মাত্র ১.২% বেড়েছে।

ফাডা-র তথ্য অনুযায়ী, ২০২৪ সালের এপ্রিলে সারা দেশে বিক্রি হওয়া গাড়ির মধ্যে বৈদ্যুতিক গাড়ির ভাগ ছিল ২.২৬%। এক বছরে তা বেড়ে ৩.৫ শতাংশে পৌঁছতে পেরেছে। এর আগে কলকাতায় এসে সংগঠনটির সর্বভারতীয় সভাপতি সি এস বিজ্ঞেশ্বর জানিয়েছিলেন, সারা বিশ্বেই বৈদ্যুতিক গাড়ির বাজার শ্লথ। দাম এবং সংশ্লিষ্ট পরিকাঠামোই তার প্রধান কারণ। ব্যাটারির উন্নতি না হলে হাল ফেরা মুশকিল।

ফাডা-র তথ্য বলছে, গত মাসে সারা দেশে মোট গাড়ি বিক্রি গত বছরের একই সময়ের তুলনায় মাত্র ৩% বেড়েছে। তার মধ্যে চার চাকার গাড়ির বিক্রি বেড়েছে ১.৫৫%। কিন্তু মাসের নিরিখে তা ০.২% কমেছে। আবার দু’চাকার ক্ষেত্রে বিক্রি গত বছরের তুলনায় মাথা তুলেছে ২.২৫%। এপ্রিলে দেশে চার চাকার গাড়ি মোট বিক্রি হয়েছে প্রায় ৩.৫ লক্ষ। আর সব রকম গাড়ি মিলিয়ে তা প্রায় ২২.৮৮ লক্ষ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন