SBI

SBI: এক মাসে দু’বার, ফের লেন্ডিং রেট বাড়াল এসবিআই, অন্য ব্যাঙ্কও ঋণে সুদ বাড়াতে পারে

গত কয়েক মাস ধরে টানা বেড়ে চলেছে মূল্যবৃদ্ধির হার। তা নিয়ন্ত্রণে রাখতে ঋণে সুদ বাড়ানো হতে পারে বলে আগেই ইঙ্গিত দেয় রিজার্ভ ব্যাঙ্ক।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ মে ২০২২ ১৬:৩১
Share:

১৫ মে থেকে কার্যকর নতুন সুদ। ফাইল চিত্র

সদ্যই রিজার্ভ ব্যাঙ্কের আর্থিক নীতি কমিটি রেপো রেট ৪০ বেসিস পয়েন্ট (০.৪ শতাংশ) বাড়িয়ে ৪.৪ শতাংশ করে দিয়েছে। রিজার্ভ ব্যাঙ্ক যে সুদের হারে বাণিজ্যিক ব্যাঙ্কগুলিকে স্বল্পমেয়াদি ঋণ দেয় তাকেই রেপো রেট বলে। রেপো বাড়ার ফলে বাড়ি-গাড়ির জন্য নেওয়া ব্যাঙ্কঋণের সুদের হারও বাড়ার সম্ভাবনা তৈরি হয়। সেই সম্ভাবনা সত্যি করে দেশের বৃহত্তম ব্যাঙ্ক এসবিআই ঋণের তহবিল সংগ্রহের খরচের ভিত্তিতে হিসাব কষা সুদের হার (এমসিএলআর) ১০ বেসিস পয়েন্ট বা ০.১ শতাংশ বাড়িয়ে দিল। এর ফলে বাড়ি, গাড়ি ছাড়াও অন্যান্য ঋণের উপরে সুদ বাড়বে। যার ফলে বেড়ে যাবে মাসিক কিস্তির পরিমাণ (ইএমআই)। এসবিআই জানিয়েছে, ১৫ মে থেকে সুদের নতুন হার কার্যকর হয়েছে।

Advertisement

এই নিয়ে এক মাসের মধ্যে দু’বার এমসিএলআর বাড়াল স্টেট ব্যাঙ্ক। গত ১৫ এপ্রিল থেকেও ১০ বেসিস পয়েন্ট বা ০.১ শতাংশ বাড়িয়েছিল। ফলে মাত্র এক মাসের মধ্যে এক লাফে লেন্ডিং রেট ০.২ শতাংশ বেড়ে গেল। প্রসঙ্গত, এমসিএলআর অনুযায়ী সুদের হার বাড়ে বা কমে।

গত কয়েক মাস ধরে টানা বেড়ে চলেছে মূল্যবৃদ্ধির হার। তা নিয়ন্ত্রণে রাখতে ঋণে সুদ বাড়ানো হতে পারে বলে আগেই ইঙ্গিত দেয় রিজার্ভ ব্যাঙ্ক। সেই মতো ক্রমেই বেড়ে চলেছে সুদ। স্টেট ব্যাঙ্ক সেই পথে হাঁটার পরে মনে করা হচ্ছে দেশের অন্যান্য রাষ্ট্রায়ত্ত এবং বেসরকারি ব্যাঙ্কেও সুদের হার বাড়বে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement