২৪টি শাখা গোটাচ্ছে এসবিআই ও ৫ সহযোগী

স্টেট ব্যাঙ্কের সঙ্গে ৫ সহযোগী ব্যাঙ্ক মিশে যাওয়ায় কলকাতা সার্কেলে গুটিয়ে নেওয়া হবে ২৪টি শাখা। শুক্রবার এ কথা জানান স্টেট ব্যাঙ্কের কলকাতা সার্কেলের চিফ জেনারেল ম্যানেজার পার্থপ্রতিম সেনগুপ্ত।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ মে ২০১৭ ০৩:৪৯
Share:

স্টেট ব্যাঙ্কের সঙ্গে ৫ সহযোগী ব্যাঙ্ক মিশে যাওয়ায় কলকাতা সার্কেলে গুটিয়ে নেওয়া হবে ২৪টি শাখা। শুক্রবার এ কথা জানান স্টেট ব্যাঙ্কের কলকাতা সার্কেলের চিফ জেনারেল ম্যানেজার পার্থপ্রতিম সেনগুপ্ত।

Advertisement

এ দিন বেঙ্গল ন্যাশনাল চেম্বারের সভা শেষে পার্থবাবু বলেন, কলকাতা সার্কেলে সহযোগী ব্যাঙ্কগুলির মোট ৫২টি শাখা স্টেট ব্যাঙ্কের সঙ্গে মিশেছে। ২৪টি গুটিয়ে নেওয়া হবে।

অবশ্য ওই ২৪টির মধ্যে কিছু ক্ষেত্রে সহযোগী শাখার সঙ্গে স্টেট ব্যাঙ্কের শাখাকেও মিশিয়ে দেওয়া হতে পারে বলে জানান পার্থবাবু। কার সঙ্গে কে মিশবে, তা নির্ভর করবে কোন শাখায় কত ব্যবসা তার উপর। তবে গুটিয়ে নেওয়া শাখার সংখ্যা ২৪ ছাড়াবে না বলে তাঁর দাবি।

Advertisement

এ দিকে ছোট-মাঝারি সংস্থাকে ঋণ দিতে আইআইএম-কলকাতার সঙ্গে চুক্তি করছে স্টেট ব্যাঙ্ক। পার্থবাবু জানান, যে সব ছোট সংস্থাকে ব্যবসা করার ব্যাপারে পরামর্শ দেওয়া-সহ নানা ভাবে আইআইএম সাহায্য করবে, তাদের ঋণ দেওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার দেবে স্টেট ব্যাঙ্ক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement