Business News

২ হাজারের কমে চেক পেমেন্ট করলেই বাড়তি ফি, জানাল এসবিআই কার্ড

ক্রেডিট কার্ডের বিল দু’হাজার টাকার কম এসেছে? আপনি সেটা চেকে মেটাতে চান? তা হলে মনে রাখবেন, এ ক্ষেত্রে কিন্তু ১০০ টাকা বাড়তি গুনতে হবে। দেশে এই প্রথম এমন নিয়ম চালু করল এসবিআই-কার্ড।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০১৭ ১৪:৪৫
Share:

ছবি: সংগৃহীত।

ক্রেডিট কার্ডের বিল দু’হাজার টাকার কম এসেছে? আপনি সেটা চেকে মেটাতে চান? তা হলে মনে রাখবেন, এ ক্ষেত্রে কিন্তু ১০০ টাকা বাড়তি গুনতে হবে। দেশে এই প্রথম এমন নিয়ম চালু করল এসবিআই-কার্ড। স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার ওই শাখা সংস্থাটি জানিয়েছে, এখন থেকে ড্রপ বক্সে দু’হাজার টাকার কম অ্যামাউন্টের চেক বিল পেমেন্টের জন্য জমা দিলেই বাড়তি ১০০ টাকা ফি হিসাবে কেটে নেওয়া হবে।

Advertisement

যে সমস্ত গ্রাহক ব্যাঙ্কের কাউন্টারে গিয়ে সরাসরি পেমেন্ট করেন তাঁদের ক্ষেত্রে এই ফি প্রযোজ্য নয়। যদিও এসবিআই-তে গিয়ে অন্য ব্যাঙ্কের চেক পেমেন্টে যথারীতি আগের মতোই ফি লাগবে। দেশের মধ্যে এসবিআই-কার্ড প্রথম সংস্থা আসলে ব্যাঙ্ক হিসাবে নয়, আর্থিক সংস্থা হিসাবে রেজিস্টার্ড।

আরও পড়ুন

Advertisement

বারোর ধাক্কায় কম্পিত তৃণমূল

তবে, হঠাৎ কেন এই সিদ্ধান্ত নিয়েছেন কর্তৃপক্ষ?

এসবিআই কার্ড-এর এমডি তথা সিইও বিজয় আহুজার দাবি, “প্রতি মাসে বহু গ্রাহকই নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পর ড্রপ বক্সে চেক জমা করেন। তাতে লেট ফি নিয়েও ব্যাঙ্কের সঙ্গে মতবিরোধ হয়। আমরা বিষয়টি খতিয়ে দেখার পর বুঝেছি যে প্রতি মাসেই চেক কালেকশনে ব্যাঙ্কের দেরি হতে পারে না।” আহুজা জানিয়েছেন, এ ধরনের মতবিরোধ এড়াতেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

মতবিরোধ ছাড়াও অনলাইনে পেমেন্ট মেটাতে গ্রাহকদের উৎসাহ দিতেও এই ব্যবস্থা নিয়েছে এসবিআই কার্ড। আহুজার মতে, সংস্থা ৯২ শতাংশ কার্ডের গ্রাহক অনলাইন বা ব্যাঙ্ক কাউন্টারে গিয়ে সরাসরি পেমেন্ট করেন। বাকি ৮ শতাংশের মধ্যে ৬ শতাংশ ২০০০ টাকার বেশি অ্যামাউন্ট চেক পেমেন্ট করেন। মাত্র ২ শতাংশ গ্রাহকই ২০০০ টাকার কম অ্যামাউন্ট চেক-এ পেমেন্ট করেন। ফলে ওই ২ শতাংশ গ্রাহক এতে প্রভাবিত হবে বলে দাবি আহুজার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন