SBI FD Interest

৩০ দিনে দু’বার, স্থায়ী আমানতে ফের সুদ কমাল স্টেট ব্যাঙ্ক, কতটা আয় কমবে গ্রাহকদের?

ফের স্থায়ী আমানতে সুদ কমাল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই)। সমস্ত মেয়াদের ক্ষেত্রে ২০ বেসিস পয়েন্ট হ্রাস করেছে দেশের সবচেয়ে বড় আর্থিক প্রতিষ্ঠান।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ মে ২০২৫ ১৭:৪২
Share:

—প্রতীকী ছবি।

স্থায়ী আমানতে (ফিক্সড ডিপোজিট বা এফডি) ফের সুদের হার হ্রাস করল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা এসবিআই। ৩০ দিনের ব্যবধানে এই নিয়ে দ্বিতীয় বার সুদ কমাল দেশের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত আর্থিক প্রতিষ্ঠান।

Advertisement

এ বার সমস্ত মেয়াদের ক্ষেত্রেই সুদের হার ২০ বেসিস পয়েন্ট কমিয়েছে এসবিআই। ফলে এফডি থেকে আয় কমবে প্রবীণ নাগরিক এবং সাধারণ গ্রাহকদের। শুক্রবার, ১৬ মে থেকে নতুন সুদের হার কার্যকর করে স্টেট ব্যাঙ্ক। গত ১৫ এপ্রিল শেষ বার স্থায়ী আমানতে সুদের হার কমিয়েছিল এই ব্যাঙ্ক।

এসবিআই জানিয়েছে, নতুন নিয়মে গ্রাহকেরা এফডিতে বার্ষিক ৩.৩ শতাংশ থেকে ৬.৭ শতাংশ হারে সুদ পাবেন। তিন কোটি টাকার নীচে লগ্নিতে সাধারণ গ্রাহকদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে। প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে অবশ্য সুদের হার কিছুটা বেশি। বিশেষ স্থায়ী আমানত প্রকল্পকে অবশ্য এই সুদের হারের আওতার বাইরে রেখেছেন স্টেট ব্যাঙ্ক কর্তৃপক্ষ।

Advertisement

আগে ৭ দিন থেকে ১০ বছরের মেয়াদে এসবিআইয়ের স্থায়ী আমানতে সাধারণ গ্রাহকেরা বার্ষিক ৩.৫ শতাংশ থেকে ৬.৯ শতাংশ পর্যন্ত সুদ পেতেন। দেশের সবচেয়ে বড় আর্থিক প্রতিষ্ঠানটির যে বিশেষ এফডি প্রকল্পটি রয়েছে, তার নাম ‘অমৃত বৃষ্টি’। এতেও সুদের হার ২০ বেসিস পয়েন্ট কমিয়েছে এসবিআই।

‘অমৃত বৃষ্টি’তে গ্রাহককে ৪৪৪ দিনের জন্য বিনিয়োগ করতে হয়। এতে আগে সুদের হার ছিল ৭.০৫ শতাংশ। বর্তমানে সেটা ৬.৮৫ শতাংশে নেমে এসেছে। প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে তিন কোটি টাকার নীচে যে কোনও মেয়াদের এফডিতে সুদের হার নতুন নিয়মে ৩.৮ শতাংশ থেকে ৭.৩ শতাংশের মধ্যে ঘোরাফেরা করবে। ‘এসবিআই উই কেয়ার’-এর লগ্নিকারীরাও এর অন্তর্ভুক্ত হবেন বলে জানিয়ে দেওয়া হয়েছে।

৮০ ঊর্ধ্বরা (পড়ুন সুপার সিনিয়র সিটিজেন) আবার তিন কোটি টাকার নীচে স্থায়ী আমানত এবং ‘এসবিআই উই কেয়ার’-এ লগ্নিতে বার্ষিক চার শতাংশ থেকে ৭.৫ শতাংশ পর্যন্ত সুদ পাবেন। অমৃত বৃষ্টিতে বিনিয়োগ করলে প্রবীণ নাগরিক এবং ৮০ ঊর্ধ্বরা সুদ পাবেন যথাক্রমে ৭.৩৫ শতাংশ এবং ৭.৪৫ শতাংশ। স্থায়ী আমানতের সমস্ত নতুন সুদের হার ওয়েবসাইটে প্রকাশ করেছে স্টেট ব্যাঙ্ক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement