নয়া বিধি, স্বস্তিতে এফপিআই

সম্প্রতি সংস্থাগুলির জন্য প্রস্তাবিত কেওয়াইসি বিধি নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। অনেকে বলছিলেন, কড়াকড়ি না কমালে লগ্নিতে অনিশ্চয়তা তৈরি হতে পারে। 

Advertisement

সংবাদ সংস্থা 

নয়াদিল্লি শেষ আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০১৮ ০২:৪৩
Share:

বিদেশি লগ্নিকারী সংস্থার (ফরেন পোর্টফোলিও ইনভেস্টর বা এফপিআই) কেওয়াইসি-র বিধি চূড়ান্ত করল শেয়ার বাজার নিয়ন্ত্রক সেবি। নতুন নিয়ম অনুযায়ী, ভারতীয় ও অনাবাসী ভারতীয়, দু’ধরনের লগ্নিকারীরাই ওই ধরনের সংস্থার অংশীদার বা শেয়ারহোল্ডার হতে পারবেন। তবে অংশীদারির বহর এমন রাখতে হবে যাতে তাঁরা সংশ্লিষ্ট সংস্থায় নির্ণায়কের ভূমিকা না নিতে পারেন। এই বিধির ফলে বিদেশি লগ্নিকারীদের মধ্যে স্বস্তি ফিরতে পারে বলে মনে করা হচ্ছে।

Advertisement

সেবি জানিয়েছে, রেসিডেন্ট ইন্ডিয়ান (আরআই), নন রেসিডেন্ট ইন্ডিয়ান (এনআরআই) ও ওভারসিজ সিটিজেন অব ইন্ডিয়া (ওসিআই) শ্রেণির বিনিয়োগকারীরা বিদেশি লগ্নিকারী সংস্থায় শেয়ারহোন্ডার হতে পারবেন। তবে একক ভাবে অংশীদারি ২৫ শতাংশের নীচে এবং যৌথ ভাবে তা ৫০ শতাংশের নীচে থাকতে হবে।

সম্প্রতি সংস্থাগুলির জন্য প্রস্তাবিত কেওয়াইসি বিধি নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। অনেকে বলছিলেন, কড়াকড়ি না কমালে লগ্নিতে অনিশ্চয়তা তৈরি হতে পারে।

Advertisement

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন