সাইবার নিরাপত্তায় পরিকল্পনা সেবি-র

আগামী ১৮ সেপ্টেম্বর বিষয়টি নিয়ে বৈঠকে বসবে সেবি-র পরিচালন পর্ষদ। ইতিমধ্যেই অবশ্য বিভিন্ন স্টক এক্সচেঞ্জ, ডিপজিটরি ও মূলধনী বাজারের সব লেনদেনকারীর জন্য নিরাপত্তার ঘেরাটোপ আঁটোসাঁটো করার কাজ হাতে নিয়েছে সেবি। কোনও ঘটনা ঘটলে সেবি-কে তা দ্রুত জানানোর কথাও বলা হয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ২১ অগস্ট ২০১৭ ১০:২০
Share:

মূলধনী বাজারের জন্য সাইবার নিরাপত্তা নিয়ে দীর্ঘ মেয়াদি পরিকল্পনা হাতে নিতে চলেছে সেবি। বাজার নিয়ন্ত্রক জানিয়েছে, আগামী মাসেই বিষয়টি নিয়ে সেবি-র পর্ষদ আলোচনায় বসবে। সাইবার হানা নিয়ে বিশ্ব জুড়ে উদ্বেগ বাড়া এবং ভারতেও তার প্রভাব পড়ার জেরেই এই সিদ্ধান্ত।

Advertisement

এই পরিকল্পনার লক্ষ্য, চালু থাকা ব্যবস্থাকেই যথাসম্ভব কাজে লাগিয়ে সম্ভাব্য সাইবার হানা রুখে দেওয়া। উন্নত প্রযুক্তির সাহায্যে নিরাপত্তার পাঁচিল তৈরি করার কথাই বলা হয়েছে এ ক্ষেত্রে।

আগামী ১৮ সেপ্টেম্বর বিষয়টি নিয়ে বৈঠকে বসবে সেবি-র পরিচালন পর্ষদ। ইতিমধ্যেই অবশ্য বিভিন্ন স্টক এক্সচেঞ্জ, ডিপজিটরি ও মূলধনী বাজারের সব লেনদেনকারীর জন্য নিরাপত্তার ঘেরাটোপ আঁটোসাঁটো করার কাজ হাতে নিয়েছে সেবি। কোনও ঘটনা ঘটলে সেবি-কে তা দ্রুত জানানোর কথাও বলা হয়েছে।

Advertisement

গত মে-তে বিষয়টির দেখভালের জন্য উচ্চ পর্যায়ের কমিটিও গড়েছে সেবি। তারা সাইবার হানা এড়ানোর পথ বাতলাবে এবং বিশ্ব বাজারে চালু থাকা এ ধরনের ব্যবস্থাকে ভারতের বাজারের উপযোগী করে নিতে পরামর্শ দেবে। সম্প্রতি ওয়ান্নাক্রাই-এর মতো ভাইরাস হানায় বিশ্ব জুড়ে বসে যায় বহু কম্পিউটার সংযোগ ব্যবস্থা। গত ১০ জুলাই কারিগরি ত্রুটির জেরে ভারতে এনএসই-র লেনদেন থমকে থাকে তিন ঘণ্টার বেশি। সব মিলিয়ে সাইবার হানার আশঙ্কায় তটস্থ সারা বিশ্ব।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন