স্টার্ট-আপ সংস্থার শেয়ার লেনদেনের নিয়ম সরল সেবির

মূলত ই-কমার্স সংস্থাকে উৎসাহ দিতে স্টার্ট-আপ সংস্থার শেয়ার লেনদেনের নতুন মাধ্যম চালু করায় সায় দিল বাজার নিয়ন্ত্রক সেবি। এতে ই-কমার্স সংস্থাগুলিরই বেশি সুবিধা হবে কারণ, নতুন সংস্থা খুলে ব্যবসা শুরুর প্রবণতা এই ক্ষেত্রে এখন বেশি বলে মনে করছে সেবি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৪ জুন ২০১৫ ০২:৫৫
Share:

মূলত ই-কমার্স সংস্থাকে উৎসাহ দিতে স্টার্ট-আপ সংস্থার শেয়ার লেনদেনের নতুন মাধ্যম চালু করায় সায় দিল বাজার নিয়ন্ত্রক সেবি। এতে ই-কমার্স সংস্থাগুলিরই বেশি সুবিধা হবে কারণ, নতুন সংস্থা খুলে ব্যবসা শুরুর প্রবণতা এই ক্ষেত্রে এখন বেশি বলে মনে করছে সেবি। স্টার্ট-আপ সংস্থার ক্ষেত্রে ভারতের স্টক এক্সচেঞ্জে নথিভুক্তির শর্তও শিথিল করল সেবি। এত দিন তিন বছর বাদে নথিভুক্ত হওয়া যেত, যে-কারণে অনেক সংস্থাই বাধ্য হয়ে বিদেশের বাজারে নথিভুক্ত হত। এখন তা কমে হচ্ছে ছ’মাস। তার পরেই প্রথম শেয়ারও ছাড়তে পারবে তারা। সেবি চেয়ারম্যান ইউ কে সিন্‌হা জানান, ‘‘আশা করব এর পরে অনেক স্টার্ট-আপ সংস্থাই ভারতের বাজারে নথিভুক্ত হবে।’’ ইতিমধ্যেই এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে স্ন্যাপডিল সমেত এ ধরনের বেশ কিছু সংস্থা।

Advertisement

সব ধরনের নতুন ইস্যুতে বাজারে শেয়ার আসার পরে তা নথিভুক্তির সময়সীমাও ১২ দিন থেকে কমিয়ে ৬ দিন করেছে সেবি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement