জমায় সুদ নামলেও স্বস্তির ইঙ্গিত প্রবীণদের

রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট কমানোর পর থেকে সুদ কমছে ব্যাঙ্ক ঋণে। কিন্তু অসংখ্য সাধারণ মানুষের অশান্তির কারণ হয়ে সুদ কমছে আমানতেও। এই পরিপ্রক্ষিতে এ ধরনের ছোট লগ্নিকারী, বিশেষত প্রবীণ নাগরিকদের স্বস্তি দিতে তারা তৎপর বলে জানাল কেন্দ্র।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ০৬ অক্টোবর ২০১৫ ০৩:২১
Share:

রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট কমানোর পর থেকে সুদ কমছে ব্যাঙ্ক ঋণে। কিন্তু অসংখ্য সাধারণ মানুষের অশান্তির কারণ হয়ে সুদ কমছে আমানতেও। এই পরিপ্রক্ষিতে এ ধরনের ছোট লগ্নিকারী, বিশেষত প্রবীণ নাগরিকদের স্বস্তি দিতে তারা তৎপর বলে জানাল কেন্দ্র।

Advertisement

সোমবার কেন্দ্রীয় অর্থনীতি বিষয়ক সচিব শক্তিকান্ত দাসের দাবি, বিভিন্ন আমানত প্রকল্পে সুদ নতুন করে স্থির করার সময়ে বিষয়টি মাথায় রাখা হবে। সুদ-নির্ভর ছোট লগ্নিকারীদের সামাজিক সুরক্ষা অটুট রাখতেই অর্থ মন্ত্রক এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানান তিনি। সুদ কমানোর ক্ষেত্রে যে-সব প্রকল্প এই সুবিধার আওতায় আসতে পারে, সেগুলির মধ্যে রয়েছে: পিপিএফ সমেত ডাকঘর স্বল্প সঞ্চয়, প্রবীণ নাগরিকদের আমানত এবং কন্যাসন্তানের আমানত প্রকল্পের সুদ।

গত সপ্তাহেই বিভিন্ন ডাকঘর জমায় সুদ কমানোর ইঙ্গিত দেয় কেন্দ্র। ওই সব প্রকল্পে সুদ বেশি থাকায় ব্যাঙ্কগুলিও প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে বলে অভিযোগ এনেছে। কিন্তু এ দিন কেন্দ্র স্বীকার করেছে, এই সব প্রকল্পে সামাজিক সুরক্ষার দিকটি গুরুত্বপূর্ণ। তা ছাড়া সুদ বেশি কমলে সঞ্চয়ের হারে তা প্রভাব ফেলতে পারে বলেও আশঙ্কা তাদের। এই হার যাতে না-কমে, সে দিকে নজর রাখা হচ্ছে বলে চলতি অর্থবর্ষের প্রথম ছ’মাস পূর্তিতে ইঙ্গিত দিল কেন্দ্র।

Advertisement

কর আদায় থাকবে লক্ষ্যের নীচে। কর সংগ্রহ লক্ষ্যমাত্রার চেয়ে ৫-৭% কম হতে পারে বলে কবুল করল অর্থ মন্ত্রক। সে ক্ষেত্রে মোট কর রাজস্ব দাঁড়াতে পারে ১৪ লক্ষ কোটি টাকায়। যেখানে লক্ষ্য ১৪.৫ লক্ষ কোটি। তবে বৃদ্ধি চলতি অর্থবর্ষে ৭.৫% ছাড়াবে বলে ইঙ্গিত দিয়েছেন শক্তিকান্তবাবু।

ঘি-মাখনে বাড়তি আমদানি শুল্ক। ঘি, মাখন, বাটার অয়েলে আমদানি শুল্ক ৬ মাসের জন্য বাড়িয়ে ৪০% করল কেন্দ্র। দেশি সংস্থাকে সুরক্ষিত রাখাই যার লক্ষ্য। বিশ্ব বাজারে দর তলানিতে নেমে আসায় সস্তার বিদেশি পণ্য ভারতের বাজারে বেশি পরিমাণে ঢুকতে পারে বলে আশঙ্কা অর্থ মন্ত্রকের। এ নিয়ে দুধ উৎপাদনকারীরা আর্জিও জানিয়েছিল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন