তেল আতঙ্কে পতন, আবছা আশা ব্যাঙ্কে

পড়ল টাকাও: বুধবার ডলারের সাপেক্ষে টাকা পড়েছে ৩৮ পয়সা। এক ডলারের দাম দাঁড়িয়েছে ৬৮.৪২ টাকা। গত প্রায় ১৮ মাসে যা সর্বোচ্চ।

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ২৪ মে ২০১৮ ০৬:০৪
Share:

বেড়ে চলা পেট্রল, ডিজেলের দামের হাত থেকে সাধারণ মানুষকে সুরাহা দিতে সরকার তেল সংস্থাগুলিকে ক্ষতি স্বীকার করতে বলতে পারে। এই সম্ভাবনার জেরে বুধবার ৮% পর্যন্ত পড়ল ইন্ডিয়ান অয়েল-সহ বিভিন্ন তেল সংস্থার দর। একই সঙ্গে বেদান্তের তামা কারখানা ঘিরে বিক্ষোভ ও সেখানে উৎপাদন বন্ধের নির্দেশে পড়েছে সংস্থাটির দর। এই সবই এ দিন টেনে নামিয়েছে শেয়ার বাজারকে। সেনসেক্স ৩০৬.৩৩ পয়েন্ট পড়ে হয়েছে ৩৪,৩৪৪.৯১। নিফ্‌টিও ১০৬.৩৫ পয়েন্ট পড়ে থেমেছে ১০,৪৩০.৩৫ অঙ্কে।

Advertisement

তবে সূচককে আরও বেশি পতনের হাত থেকে বাঁচিয়েছে বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শেয়ার দর। বুধবার যা উল্লেখযোগ্য বেড়েছে। অনেকের মতে, গত অর্থবর্ষের শেষ ত্রৈমাসিকে স্টেট ব্যাঙ্ক-সহ বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক বিপুল লোকসান করেছে ঠিকই। কিন্তু বাজার মনে করছে এতে এক দিকে ভাল। কারণ অনুৎপাদক সম্পদ খাতে যে আর্থিক সংস্থান করতে বাধ্য হওয়ায় তাদের এই ক্ষতি, তা আগামী দিনে তাদের হিসেবের খাতা কিছুটা পরিষ্কার করবে। এই আশাতেই বেড়েছে সেগুলির দর।

পড়ল টাকাও: বুধবার ডলারের সাপেক্ষে টাকা পড়েছে ৩৮ পয়সা। এক ডলারের দাম দাঁড়িয়েছে ৬৮.৪২ টাকা। গত প্রায় ১৮ মাসে যা সর্বোচ্চ।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন