Share Market

ট্রাম্পের শুল্ক-হুমকির দোসর ভেনেজু়য়েলায় হামলা, দু’দিনে ৭০০ পয়েন্ট নামল সেনসেক্স

বিদেশি লগ্নিকারীরা ভারতে ১০৭.৬৩ কোটি টাকার শেয়ার বেচেছে। তবে দেশীয় আর্থিক সংস্থাগুলি ঢেলেছে ১৭৪৯.৩৫ কোটি। যা বড় পতন আটকেছে।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০২৬ ০৯:৩৪
Share:

—প্রতীকী চিত্র।

এক দিকে রাশিয়া থেকে তেল কেনার জন্য ভারতীয় পণ্যে শুল্কের হার আরও বাড়ানো হবে বলে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি। অন্য দিকে, আমেরিকার ভেনেজ়ুয়েলায় সামরিক হামলা চালিয়ে সেখানকার প্রেসিডেন্টকে অপহরণ করার ঘটনায় ভূ-রাজনৈতিক ক্ষেত্রে নতুন করে অস্থিরতা। মূলত এই দু’য়ের বিরূপ প্রভাবেই দু’দিন ধরে পড়ছে ভারতের শেয়ার বাজার। দু’দিনে সেনসেক্স পড়ল প্রায় ৭০০ পয়েন্ট, নিফ্‌টি ১৫০। মঙ্গলবারই ৩৭৬.২৮ পড়ে সেনসেক্স থেমেছে ৮৫,০৬৩.৩৪ অঙ্কে। নিফ্‌টি এ দিন ৭১.৬০ হারিয়ে হয়েছে ২৬,১৭৮.৭০।

এ দিন বিদেশি লগ্নিকারীরা ভারতে ১০৭.৬৩ কোটি টাকার শেয়ার বেচেছে। তবে দেশীয় আর্থিক সংস্থাগুলি ঢেলেছে ১৭৪৯.৩৫ কোটি। যা বড় পতন আটকেছে। সব থেকে বেশি পড়েছে রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ়ের শেয়ার দর। বিএসই-তে তা ৪.৪২% পড়ে হয় ১৫০৭.৭০ টাকা। পড়েছে তেল-গ্যাস, পরিষেবা, যন্ত্রপাতি, আবাসন, বিদ্যুৎ সংস্থার শেয়ার দরও।

বিশেষজ্ঞ আশিস নন্দী বলেন, ‘‘দুঃখের বিষয় হল, দেশের অর্থনীতি মজবুত। বৈদেশিক নানা কারণে ভারতে শেয়ার দর পড়ছে। কারণ ওই অনিশ্চয়তার মধ্যে অনেকে অল্প মুনাফা হলেই শেয়ার বেচে তা তুলে নিচ্ছেন। যা সূচকের পতনের গতি বাড়াচ্ছে। তবে এই সংশোধনকে কাজে লাগিয়ে দীর্ঘ মেয়াদে ভাল শেয়ারে লগ্নির সুযোগ বেড়েছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন