সূচকের নজির, পড়ল টাকা

এ দিকে এই দিন ডলারে ২৮ পয়সা পড়ল টাকার দাম। হল দু’সপ্তাহে সর্বনিম্ন। এক ডলার হয়েছে ৬৮.৮৮ টাকা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৭ অগস্ট ২০১৮ ০৩:৪৮
Share:

ফের নতুন শিখরে বাজার। সেনসেক্স ১৩৫.৭৩ বেড়ে এই প্রথম পৌঁছল ৩৭,৬৯১.৮৯ অঙ্কে। নিফ্‌টিও নজির গড়ল ২৬.৩০ বেড়ে। হল ১১,৩৮৭.১০। বিশেষজ্ঞদের দাবি, মূলত জুন ত্রৈমাসিকে বেশ কিছু বড় সংস্থার নজরকাড়া আর্থিক ফল বাজারে পুঁজি ঢালতে উৎসাহ জুগিয়েছে লগ্নিকারীদের। কারণ তাতে অর্থনীতি চাঙ্গা হওয়ার ইঙ্গিত পাচ্ছেন তাঁরা। স্বস্তি দিয়েছে ছোট ও মাঝারি সংস্থাগুলির আয় বৃদ্ধিও।

Advertisement

এ দিকে এই দিন ডলারে ২৮ পয়সা পড়ল টাকার দাম। হল দু’সপ্তাহে সর্বনিম্ন। এক ডলার হয়েছে ৬৮.৮৮ টাকা। যদিও প্রাক্তন মুখ্য অর্থিক উপদেষ্টা কৌশিক বসুর মতে, ডলারের তুলনায় টাকার দাম এখনও বেশি। বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে ডলার ৭০-৭১ টাকার কাছাকাছি থাকা উচিত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement