Viral Video

স্কুটি চালু রেখে বড় ছেলেকে স্কুলে ছাড়তে গিয়েছিলেন, অ্যাকসিলারেটরে চাপ দিল ছোট ছেলে! কী ঘটল শিশুর সঙ্গে? ভাইরাল ভিডিয়ো

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, জোধপুরের ডালি বাই চৌরাস্তার কাছে একটি স্কুলের বাইরে ঘটনাটি ঘটে। ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, এক জন বাবা তাঁর দুই সন্তানকে নিয়ে একটি স্কুটি করে স্কুলের বাইরে এসেছেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০২৬ ১৬:১৭
Share:

শিশু অ্যাকসিলারেটরে চাপ দিতেই বিপজ্জনক ভাবে এগিয়ে যাচ্ছে স্কুটি। ছবি: এক্স থেকে নেওয়া।

দুই সন্তানকে স্কুটিতে চড়িয়ে বাইরে বেরিয়েছিলেন যুবক। এক সন্তানকে স্কুলে নামানোর সময়ই ঘটে গেল দুর্ঘটনা। স্কুটি চালু করেই এক জনকে স্কুলের গেটে ছাড়তে যান তিনি। তখনই স্কুটির অ্যাকসিলারেটরে চাপ দিয়ে দিল অন্য জন। দু’চাকার গাড়ি প্রচণ্ড গতিতে সামনে এগিয়ে যাওয়ায় ছিটকে পড়ে ওই শিশু। ভয়াবহ ঘটনাটি ঘটেছে রাজস্থানের জোধপুরে। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

Advertisement

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, জোধপুরের ডালি বাই চৌরাস্তার কাছে একটি স্কুলের বাইরে ঘটনাটি ঘটে। ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, এক যুবক তাঁর দুই সন্তানকে নিয়ে একটি স্কুটি করে স্কুলের বাইরে এসেছেন। বড় জনকে স্কুলে নামানোর জন্য গেটের একদম সামনে স্কুটি দাঁড় করান তিনি। কনিষ্ঠ সন্তান স্কুটিতেই বসে ছিল। এর পর জ্যেষ্ঠ সন্তানকে কিছু একটা দিতে স্কুটি থেকে নামেন তিনি। স্কুটি চালুই রেখেছিলেন। সেই সময়ই কৌতূহলের বশে অ্যাকসিলারেটরে চাপ দিয়ে দেয় স্কুটিতে বসে থাকা খুদে। কয়েক সেকেন্ডের মধ্যেই স্কুটিটি সামনের দিকে ঝাঁকুনি দেয়। এর পর প্রচণ্ড গতিতে এগিয়ে যায় স্কুটিটি। শিশুটির বাবা এবং দাদাও পিছনে দৌড়োতে শুরু করে। কিছুটা দূরে গিয়ে একটি জায়গায় সজোরে ধাক্কা খায় স্কুটিটি। ছিটকে পড়ে শিশু। আশপাশের লোকেরা ঘটনাস্থলে ছুটে যায়। পুরো ঘটনাটি স্কুলের বাইরের সিসি ক্যামেরায় ধরা পড়ে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। তবে শিশুটি কেমন আছে, তা এখনও জানা যায়নি।

ভাইরাল ভিডিয়োটি শেয়ার করা হয়েছে ‘ডেডলি কলেশ’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন নেটাগরিকেরা। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকে যেমন বিস্ময় প্রকাশ করেছেন, তেমনই অনেকে আবার ক্ষোভপ্রকাশ করেছেন। শিশুকে বসিয়ে স্কুটি চালু রাখার জন্য ওই যুবককে ‘দায়িত্বজ্ঞানহীন’ তকমা দিয়েছেন নেটাগরিকদের একাংশ। অভিভাবকত্ব নিয়েও বিতর্ক শুরু হয়েছে নেটপাড়ায়। এক নেটাগরিক লিখেছেন, ‘‘ঠিক এই কারণেই কখনও স্কুটি চালিয়ে শিশুকে পাঁচ সেকেন্ডের জন্যও একা ছেড়ে যাওয়া উচিত না।” অন্য এক জন আবার লিখেছেন, ‘‘আরও খারাপ পরিণতি হতে পারত। বাবা-মায়েদের এই ঘটনা থেকে শিক্ষা নেওয়া উচিত।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement