শহিদ গুরনাম সিংহ। ছবি: এক্স থেকে নেওয়া।
কনকনে শীত পড়েছে। ঠান্ডা লাগবে পুত্রের। তাই শহিদ পুত্রের মূর্তিতেই কম্বল চাপা দিয়ে এলেন মা! হৃদয়স্পর্শী ঘটনাটি ঘটেছে জম্মুতে। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। হইচই পড়েছে সমাজমাধ্যমে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ভারতীয় সেনার ওই শহিদ জওয়ানের নাম গুরনাম সিংহ। বিএসএফের ১৭৩তম ব্যাটালিয়নের কনস্টেবল গুরনাম ২০১১ সালে বিএসএফে যোগ দেন। ২০১৬ সালে জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করতে গিয়ে শহিদ হন তিনি। পাক সীমান্তে জঙ্গিদের চালানো গুলিতে আহত হয়েছিলেন গুরনাম। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
গুরনাম জম্মুর রণবীর সিংহ পুরা এলাকার বাসিন্দা ছিলেন। কর্তব্যরত অবস্থায় দেশের জন্য জীবন উৎসর্গ করায় রাস্তার মোড়েই তাঁর একটি মূর্তি তৈরি করা হয়েছে। তবে গুরনামের মা যশবন্ত কউরের জন্য সেটি কেবল মূর্তি নয়। মূর্তিটিকে জীবিত সন্তান হিসাবেই দেখেন তিনি। জীবিত ছেলের মতোই ভালবাসেন মূর্তিটিকে। স্নেহের সঙ্গে যত্ন নেন।
শীতকালে জম্মুতে ব্যাপক ঠান্ডা পড়েছে। কনকনে হাওয়া বইছে সব সময়। তাই ‘পুত্র’কে নিয়ে চিন্তিত হয়ে পড়েন যশবন্ত। ছেলের যাতে ঠান্ডা না লাগে তাই মূর্তিটির গায়ে একটি কম্বল জড়িয়ে দিয়েছেন তিনি। সেই দৃশ্য গ্রামবাসীদের হৃদয় ছুঁয়ে গিয়েছে। নেটমাধ্যমেও অনেকে শোকাহত মায়ের প্রতি শ্রদ্ধা এবং সহানুভূতি প্রকাশ করেছেন।
কম্বল জড়ানো গুরনামের মূর্তির ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘নেডরিক নিউজ়’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ ভিডিয়োটি দেখেছেন। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকেই দুঃখপ্রকাশ করেছেন। শহিদ জওয়ানের মায়ের প্রতি সহানুভূতিও প্রকাশ করেছেন অনেকে। প্রতিক্রিয়ার ঝড় উঠেছে সমাজমাধ্যমে।