Sensex

সর্বকালীন উচ্চতায় পৌঁছে রেকর্ড গড়ল সেনসেক্স

গত ৩ এপ্রিল রেকর্ড মাত্রায় পৌঁছেছিল সেনসেক্স ও নিফটি। ওই দিন সেনসেক্স পৌঁছেছিল ৩৯,২৭০.১৪ এবং নিফটি ১১,৭৬১.০০ অঙ্কে। কিন্তু সর্বকালীন রেকর্ডের মাত্রা ছুঁতে পারেনি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০১৯ ১৩:৫৫
Share:

প্রতীকী ছবি।

দিনের শুরুতেই চাঙ্গা শেয়ার বাজার। মঙ্গলবার বাজার খুলতেই সর্বকালীন রেকর্ড উচ্চতায় পৌঁছয় সেনসেক্স। এক ধাক্কায় ৩৭২.১২ পয়েন্ট বেড়ে সেনসেক্স দাঁড়ায় ৩৯,২৭৭.৯৬ অঙ্কে। অন্য দিকে, নিফটিও রেকর্ড ৯৬.৭ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ১১, ৭৮৭.০৫ অঙ্কে।

Advertisement

গত ৩ এপ্রিল রেকর্ড মাত্রায় পৌঁছেছিল সেনসেক্স ও নিফটি। ওই দিন সেনসেক্স পৌঁছেছিল ৩৯,২৭০.১৪ এবং নিফটি ১১,৭৬১.০০ অঙ্কে। কিন্তু সর্বকালীন রেকর্ডের মাত্রা ছুঁতে পারেনি। মাঝে প্রায় দু’সপ্তাহ তেমন গতি বাড়েনি শেয়ার বাজারের। এ দিন হাজার খুলতেই আগের সমস্ত রেকর্ডকে ছাপিয়ে যায় সেনসেক্স ও নিফটি।

সোমবারই মৌসম ভবন ঘোষণা করে, এ বছর দেশে পর্যাপ্ত পরিমাণ বৃষ্টি হবে। মৌসম ভবনের সেই বিবৃতিতে দেশের কৃষি ও আর্থিক বৃদ্ধির প্রত্যাশা বাড়িয়েছে। মৌসম ভবনের এই পূর্বাভাস বাজারকে চাঙ্গা করার কাজে সাহায্য করেছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

Advertisement

এ দিন যে সব সংস্থার শেয়ারের দাম ঊর্ধ্বমুখী ছিল তার মধ্যে রয়েছে, ইন্ডাসইন্ড ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্ক, টাইটান, এশিয়ান পেন্টস, হিন্ডালকো এবং এল অ্যান্ড টি।

আরও পড়ুন: প্রচারে নিষেধাজ্ঞায় চ্যালেঞ্জ মায়াবতীর, আবেদন খারিজ শীর্ষ আদালতে

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement