সুদ কমার আশায় চাঙ্গা শেয়ার সূচক

গত দু’দিনের লেনদেনে ৪২২ পয়েন্টের পতন ঝেড়ে ফেলে সোমবার কিছুটা চাঙ্গা হল বাজার। দিনভর অস্থিরভাবে ওঠানামা করলেও, সেনসেক্স বন্ধ হল ১১৮.৪৪ পয়েন্ট উঠে।

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ০৬ ডিসেম্বর ২০১৬ ০২:৫৫
Share:

গত দু’দিনের লেনদেনে ৪২২ পয়েন্টের পতন ঝেড়ে ফেলে সোমবার কিছুটা চাঙ্গা হল বাজার। দিনভর অস্থিরভাবে ওঠানামা করলেও, সেনসেক্স বন্ধ হল ১১৮.৪৪ পয়েন্ট উঠে। থামল ২৬,৩৪৯.১০ অঙ্কে। আর এক সূচক নিফ্‌টিও ৪১.৯৫ পয়েন্ট বেড়ে থিতু হয়েছে ৮,১২৮.৭৫ অঙ্কে।

Advertisement

বাজার বিশেষজ্ঞদের দাবি, বুধবার রিজার্ভ ব্যাঙ্ক ফের সুদ কমানোর কথা ঘোষণা করতে পারে, এই আঁচ করেই বেড়েছে শেয়ার বাজার। কারণ সমীক্ষা বলছে, দেশ জুড়ে নগদে টান পড়ার জেরে চাহিদা কমেছে। ফলে নভেম্বরে বাড়ার বদলে সরাসরি বৃদ্ধি কমবে পরিষেবা ক্ষেত্রের। ফলে চাহিদা বাড়ানোর লক্ষ্যেই সুদ কমানো হবে বলে আশা। বিশেষত মূল্যবৃদ্ধির হার যেখানে কিছুটা কমেছে। আগামী কালই সুদ নিয়ে সিদ্ধান্ত নিতে বৈঠকে বসবে ঋণনীতি কমিটি।

পাশাপাশি, সংবিধানে বদল আনার গণভোটে এ দিন ইতালি বিপক্ষে রায় দেওয়ায় প্রাথমিক ভাবে ইউরোপের প্রায় সব শেয়ার সূচক উঠেছে। এটাও ভারতের বাজারকে ইন্ধন জুগিয়েছে বলে দাবি সংশ্লিষ্ট মহলের।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন