৬৩০ অঙ্ক উত্থানে স্বাগত বাজারের

নতুন গভর্নরকে স্বাগত জানানোর পাশাপাশি লগ্নিকারীদের আশা, বাজারে নগদের জোগান বাড়াতে এ বার শক্তিকান্ত পদক্ষেপ করবেন। 

Advertisement

নিজস্ব সংবাদদাতা 

শেষ আপডেট: ১৩ ডিসেম্বর ২০১৮ ০৩:৩৯
Share:

সেনসেক্সকে ৬৩০ পয়েন্ট বাড়িয়ে রিজার্ভ ব্যাঙ্কের নতুন গভর্নরকে স্বাগত জানালেন লগ্নিকারীরা। উর্জিত পটেলের পদত্যাগের ২৪ ঘণ্টার মধ্যেই কেন্দ্র শক্তিকান্ত দাসকে নতুন গভর্নর নিযুক্ত করায় খুশি শেয়ার বাজার। বুধবার বাজার বন্ধের সময় সেনসেক্স শেষ হয় ৩৫,৭৭৯.০৭ অঙ্কে। নিফ্‌টি ১৮৮.৪৫ পয়েন্ট বেড়ে থিতু হয় ১০,৭৩৭.৬০ অঙ্কে।

Advertisement

নতুন গভর্নরকে স্বাগত জানানোর পাশাপাশি লগ্নিকারীদের আশা, বাজারে নগদের জোগান বাড়াতে এ বার শক্তিকান্ত পদক্ষেপ করবেন।

তবে শেয়ার বাজারের উপর থেকে কালো মেঘ কেটে গিয়েছে বলে অবশ্য মনে করছেন না বাজার বিশেষজ্ঞদের অনেকেই। চটজলদি নতুন গভর্নর দায়িত্ব নেওয়াতে লগ্নিকারীরা খুশি হলেও বিশেষজ্ঞদের বিশ্বাস, বাজার চলবে দেশের আর্থিক অবস্থার উপর ভিত্তি করেই।

Advertisement

লোকসভা নির্বাচনের আগে বাজারে স্থিতিশীলতা আসা কঠিন বলেই ধারণা তাঁদের। যদিও নির্বাচন যে সব সময়ে বাজারের গতি নিয়ে শেষ কথা বলবে, এমনটাও তাঁরা মনে করছেন না। তবে তেমন উল্লেখযোগ্য কোনও ঘটনা না ঘটলে নির্বাচনের আগে বড় মাপের ওঠা বা পড়ার সম্ভাবনা কম বলেই তাঁরা মনে করছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন