পাকিস্তানের মাটিতে ঢুকে জঙ্গিদের বিরুদ্ধে ভারতীয় সেনার ‘সার্জিক্যাল স্ট্রাইক’-এর পরে দু’দেশের মধ্যে যুদ্ধের আশঙ্কায় অনিশ্চিত হয়ে উঠেছিল বাজার। সেই আতঙ্ক সোমবার ভাল মতোই কাটিয়ে উঠলেন লগ্নিকারীরা। ফলে সপ্তাহের প্রথম দিনেই সেনসেক্স ৩৭৭.৩৩ পয়েন্ট বেড়ে দাঁড়াল ২৮,২৪৩.২৯ অঙ্ক। নিফ্টি ১২৬.৯৫ পয়েন্ট উঠে ৮,৭৩৮.১০ অঙ্কে।
লগ্নিকারীদের শেয়ার কেনায় উৎসাহ জুগিয়েছে আজ, মঙ্গলবার রিজার্ভ ব্যাঙ্কের ঋণনীতিতে সুদ কমার আশাও। এর কারণ ক’দিন আগে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর করা মন্তব্য। যেখানে অরুণ জেটলি বলেছেন, ঋণনীতি পর্যালোচনার সময়ে এ বার মূল্যবৃদ্ধির হার কমার বিষয়টি শীর্ষ ব্যাঙ্ক মাথায় রাখবে বলে আশা করছেন তিনি। বিশেষজ্ঞদের দাবি, এই মন্তব্যকে সুদ কমানোর ইঙ্গিত হিসেবেই ধরছেন অনেকে। যে-কারণে এ দিন শেয়ার কিনেছেন তাঁরা।
উল্লেখ্য, আজ নতুন গভর্নর উর্জিত পটেলের নেতৃত্বে ঋণনীতি ফিরে দেখবে রিজার্ভ ব্যাঙ্ক। এই প্রথম সুদ স্থির করবে ঋণনীতি কমিটি। এই উদ্দেশ্যে সোমবার বৈঠক শুরুও হয়ে গিয়েছে তাদের।
শেয়ার বাজারের বড় অংশ অবশ্য বলছে, উত্থানে ইন্ধন রয়েছে দেশে সম্প্রতি গাড়ি বিক্রি বাড়ার খবরেরও। কারণ, এটিকে উৎপাদন শিল্পে বৃদ্ধির চাকা গড়ানোর ক্ষেত্রে ইতিবাচক ইঙ্গিত বলে মনে করে সকলে। তার উপর হালে ডলারের সাপেক্ষে টাকার দামও কিছুটা বেড়েছে, যা দেশের আর্থিক অবস্থা ভাল হওয়ার ইঙ্গিত বহন করে।
এ দিন এশিয়ার বিভিন্ন শেয়ার সূচকের মুখ ছিল উপরের দিকে। চাঙ্গা ছিল ইউরোপের শেয়ার বাজারগুলিও।
তবে বিদেশি লগ্নিকারী সংস্থাগুলি গত শুক্রবার ভারতে ১,০২৮.৩১ কোটি টাকার শেয়ার বেচেছে। বিশেষজ্ঞদের ধারণা, ভারত-পাকিস্তান যুদ্ধের সম্ভাবনা নিয়ে নানা মহল যে-আশঙ্কা প্রকাশ করেছে, তাতেই সন্ত্রস্ত হয়েছে তারা। তবে অবস্থার আর অবনতি না-হলে সংস্থাগুলি শীঘ্রই বাজারে ফিরবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।