পড়তি বাজারে শেয়ার কেনার জের, সূচক বাড়ল ৪৭৯

চলতি মাসের প্রথম লেনদেনের দিনে পতন কাটিয়ে ঘুরে দাঁড়াল শেয়ার বাজার। এপ্রিল জুড়ে অনেকটা নীচে নেমে যাওয়া বাজারে সোমবার শেয়ার কিনতে ভিড় জমান লগ্নিকারীরা। বিশেষজ্ঞরা জানিয়েছেন, কম দামে শেয়ার কেনার সুযোগ কাজে লাগাতে পিছপা হননি তাঁরা, যার জেরে এক ধাক্কায় সেনসেক্স বেড়ে যায় ৪৭৯ পয়েন্ট। সূচক থিতু হয় ২৭,৪৯০.৫৯ অঙ্কে। নিফটি ১৫০ বেড়ে ছুঁয়েছে ৮৩০০ পয়েন্ট।

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ০৫ মে ২০১৫ ০২:১৮
Share:

চলতি মাসের প্রথম লেনদেনের দিনে পতন কাটিয়ে ঘুরে দাঁড়াল শেয়ার বাজার। এপ্রিল জুড়ে অনেকটা নীচে নেমে যাওয়া বাজারে সোমবার শেয়ার কিনতে ভিড় জমান লগ্নিকারীরা। বিশেষজ্ঞরা জানিয়েছেন, কম দামে শেয়ার কেনার সুযোগ কাজে লাগাতে পিছপা হননি তাঁরা, যার জেরে এক ধাক্কায় সেনসেক্স বেড়ে যায় ৪৭৯ পয়েন্ট। সূচক থিতু হয় ২৭,৪৯০.৫৯ অঙ্কে। নিফটি ১৫০ বেড়ে ছুঁয়েছে ৮৩০০ পয়েন্ট। গাড়ি, আবাসন এবং ওএনজিসি, রিলায়্যান্সের মতো শোধনাগার সংস্থা উত্থানে নেতৃত্ব দেয়।

Advertisement

এ দিন মোট ১৯৫৪টি শেয়ারের দর বেড়েছে, কমেছে ৮৩৩টি-র। আর, সেনসেক্সের ৩০টি শেয়ারের মধ্যে ২৭টিই ছিল ঊর্ধ্বমুখী। নিজেদের সব ব্র্যান্ডের পোশাক ব্যবসাকে এক ছাতার তলায় আনার কথা জানানোর জেরে এ দিন আদিত্য বিড়লা গোষ্ঠীর প্যান্টালুন্স ফ্যাশন ও আদিত্য বিড়লা নুভো-র শেয়ার দর বেড়েছে ২০ শতাংশ পর্যন্ত।

তবে ন্যূনতম বিকল্প কর বা ম্যাট নিয়ে বিদেশি লগ্নিকারীদের আতঙ্ক এখনও কাটেনি। তাঁদের ভারতের শেয়ার বাজারে ফেরাতে এপ্রিল থেকে মূলধনী লাভে ম্যাটে ছাড় দেওয়ার কথা গত বৃহস্পতিবারই ঘোষণা করেন অর্থমন্ত্রী অরুণ জেটলি। কিন্তু বিতর্কের কেন্দ্রে থাকা পুরনো বকেয়া কর মেটানোর দায় থেকে বিদেশিদের রেহাই দেননি তিনি।

Advertisement

ম্যাটের দাবি থেকে কেন্দ্র পুরো সরে না-আসায় বিদেশি আর্থিক সংস্থাগুলি এখনও সাবধানেই বাজারে পা ফেলতে চায়। তাই তারা ক্রেতার ভূমিকায় নামেনি। তবে বিশেষজ্ঞদের মতে, বাজার নিয়ে তেমন দুশ্চিন্তার কারণ নেই। ভারতে বৃদ্ধির হার বিশ্বের অন্য যে-কোনও দেশের থেকে ভাল। তাই ওই সংস্থাগুলি ভারতের বাজারে শীঘ্রই ফিরে আসবে। হিসাব অবশ্য বলছে, বৃহস্পতিবার তারা এ দেশে প্রায় ৩,১৫০ কোটি টাকার শেয়ার বিক্রি করেছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন