ছুটির দিনে অফিসের কাজ করতে বাধ্য নয় কর্মচারী। বেসরকারি সংস্থার কর্মচারীদের অধিকার সুরক্ষিত করতে নতুন বিল। প্রাইভেট মেম্বারস বিল হিসাবে লোকসভায় তিনটি বিল পেশ ন্যাশনাল কংগ্রেস পার্টির সাংসদ সু্প্রিয়া সুলের। তার মধ্যে একটি ‘রাইট টু ডিসকানেক্ট’। অফিসের পর শুরু হয় ব্যক্তিগত জীবন। কর্মচারীরা চাইলে সেই সময়ে কর্মক্ষেত্রের কোনও ফোন কিংবা ইমেলের উত্তর না-ও দিতে পারেন। ছুটির দিনে অফিসের কাজ করতেও তাঁরা বাধ্য থাকবেন না। বেসরকারি সংস্থার কর্মচারীদের অধিকার সুরক্ষিত করতেই এই বিল।