Sensex

সেনসেক্সের ৯০০ লাফ, ডলার পড়ল ৬৩ পয়সা

লগ্নিকারীদের কিছুটা ভরসা জোগাবে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। এ দিন লগ্নিকারীদের শেয়ার সম্পদ বেড়েছে ৩.৪৩ লক্ষ কোটি টাকা। টাকার দামও উঠেছে অনেকটা। এক ডলার কমেছে ৬৩ পয়সা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০৪ মার্চ ২০২৩ ০৫:৪৫
Share:

শুক্রবার সেনসেক্সের প্রায় ৯০০ পয়েন্ট উত্থান। প্রতীকী ছবি।

একগুচ্ছ অনিশ্চয়তাকে মাথায় নিয়ে দীর্ঘ দিন ধরে নড়বড়ে শেয়ার বাজার। কিছু দিন আগেই সপ্তাহ খানেকের টানা পতন দেখেছে। শুক্রবার সেনসেক্সের প্রায় ৯০০ পয়েন্ট উত্থান তাই লগ্নিকারীদের কিছুটা ভরসা জোগাবে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। এ দিন লগ্নিকারীদের শেয়ার সম্পদ বেড়েছে ৩.৪৩ লক্ষ কোটি টাকা। টাকার দামও উঠেছে অনেকটা। এক ডলার কমেছে ৬৩ পয়সা।

Advertisement

উপদেষ্টা সংস্থা বিএনকে ক্যাপিটালসের এমডি অজিত খন্ডেলওয়াল বলেন, আদানি গোষ্ঠীর সব সংস্থার শেয়ার দর বেড়েছে এ দিন। এর ইতিবাচক প্রভাব পড়েছে বাজারে। বিদেশি লগ্নিকারী সংস্থাগুলি তাদের শেয়ার কিনেছে। উল্লেখ্য, আমেরিকার সংস্থা জিকিউজি পার্টনারসকে তাদের চার সংস্থার শেয়ার বেচে ১৫,৪৪৬ কোটি টাকা তুলেছে। শেয়ার দর এ জন্যই বেড়েছে বলা হচ্ছে। আদানি এন্টারপ্রাইজ়েস বেড়েছে ১৭%।

অজিতবাবু-সহ সংশ্লিষ্ট মহলের অনেকেরই দাবি, আদানি কাণ্ডের তদন্তে সুপ্রিম কোর্ট বিশেষজ্ঞ কমিটি গড়ার নির্দেশ দেওয়ার ফলেও বাজারে লগ্নিকারীদের আস্থা ফিরেছে। আদালত বলেছে, কমিটি সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা করবে। খতিয়ে দেখবে, সম্প্রতি সূচকের ওঠানামার কারণ, আদানি গোষ্ঠী বা অন্য সংস্থার বাজারে নিয়ন্ত্রণ ব্যবস্থায় ব্যর্থতা ছিল কি না, লগ্নিকারীদের সচেতনতা বাড়ানো যায় কী ভাবে বা তাঁদের স্বার্থ রক্ষায় আইনি ব্যবস্থা পোক্ত করার প্রয়োজন।

Advertisement

ক্যালকাটা স্টক এক্সচেঞ্জের প্রাক্তন ডিরেক্টর বিনয় আগরওয়ালের মতে, এ দিন বিশ্ব জুড়ে বেশিরভাগ বাজারই চাঙ্গা ছিল। কারণ, আমেরিকার শীর্ষ ব্যাঙ্কের এক কর্তার ইঙ্গিত, আর বেশি সুদ বাড়ানোর পথে হাঁটবেন না তাঁরা। পরের বার ২৫ বেসিস পয়েন্ট বাড়তে পারে। লগ্নিকারীদের আশা, সুদের চাপ কমলে বৃদ্ধিতে গতি আসবে। তাই বন্ডের ইল্ড কমেছে। ডলারে টাকার দাম বৃদ্ধিও ঠেলে তুলেছে সূচককে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন