সূচক উঠল ৪০৯

সপ্তাহের শেষ লেনদেনের দিনেও দৌড় জারি রাখল শেয়ার বাজার। এই নিয়ে টানা তিন দিন। শুক্রবার এক লাফে সেনসেক্স উঠল ৪০৯.২১ পয়েন্ট। গত এক মাসেরও বেশি সময়ে যা সর্বোচ্চ। এই উত্থানের দৌলতে বাজার বন্ধের সময় সূচক পৌঁছে গিয়েছে ২৮,১১৪.৫৬ অঙ্কে।

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ০১ অগস্ট ২০১৫ ০৩:২৫
Share:

সপ্তাহের শেষ লেনদেনের দিনেও দৌড় জারি রাখল শেয়ার বাজার। এই নিয়ে টানা তিন দিন। শুক্রবার এক লাফে সেনসেক্স উঠল ৪০৯.২১ পয়েন্ট। গত এক মাসেরও বেশি সময়ে যা সর্বোচ্চ। এই উত্থানের দৌলতে বাজার বন্ধের সময় সূচক পৌঁছে গিয়েছে ২৮,১১৪.৫৬ অঙ্কে।

Advertisement

তবে দিন ভাল যায়নি টাকার। ডলারের সাপেক্ষে তার দাম পড়েছে ৯ পয়সা। মার্কিন মুদ্রার দর দাঁড়িয়েছে ৬৪.১৩ টাকা।

রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিকে নতুন করে মূলধন জোগানোর জন্য শুক্রবারই সংসদে বাড়তি বরাদ্দের অনুমোদন চেয়েছে কেন্দ্র। অর্থ প্রতিমন্ত্রী জয়ন্ত সিন্‌হা জানিয়েছেন, চলতি অর্থবর্ষেই ২৫ হাজার কোটি টাকা মূলধন ঢালা হবে। চার বছরে দেওয়া হবে মোট ৭০ হাজার কোটি। এ ছাড়াও ১ লক্ষ ১০ হাজার কোটি টাকা বাজার থেকে তুলবে ব্যাঙ্কগুলি। কেন্দ্রের এই ঘোষণায় চড়চড়িয়ে বেড়েছে ব্যাঙ্কগুলির শেয়ার দর। তাতে ইন্ধন জুগিয়েছে আইসিআইসিআই ব্যাঙ্কের ভাল ফলও।

Advertisement

কেন্দ্র জানিয়েছে, ৬ অগস্ট থেকেই এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড (ইটিএফ) মারফত এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডের টাকা খাটবে শেয়ার বাজারে। বিশেষজ্ঞদের মতে, এই দিন ঘোষণাও এ দিন ঠেলে তুলেছে সেনসেক্সকে। এ ছাড়াও তার উত্থানে ইন্ধন জুগিয়েছে ব্যাঙ্কগুলির অনুৎপাদক সম্পদ কমতে শুরু করার ইঙ্গিত, আগামী ঋণনীতিতে রিজার্ভ ব্যাঙ্কের সুদ কমানোর প্রত্যাশা, ন্যূনতম বিকল্প কর (ম্যাট) নিয়ে বিদেশি আর্থিক সংস্থাগুলিকে কেন্দ্রের আশ্বাস এবং এশিয়ার অন্যান্য দেশের বাজারেও তেজি ভাব।

তবে এ সবের মধ্যেও দর পড়েছে টাকার। মার্কিন শীর্ষ ব্যাঙ্ক ফেডারেল রিজার্ভের সুদ বাড়ানোর সময় ক্রমশ এগিয়ে আসায় দর বাড়ছে ডলারের। বৃহস্পতিবারই ভারতে ১৭০.৬৮ কোটি টাকার শেয়ার বিক্রি করেছে বিদেশি আর্থিক সংস্থাগুলি। এই সব কিছুর জেরে শেয়ার বাজারের ভাল দিনেও ৯ পয়সা খুইয়েছে টাকা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন