পড়তির বাজারে লগ্নি, বাড়ল সেনসেক্স

এর আগে টানা তিন দিন বাজার পড়ায় সেনসেক্স খুইয়েছিল প্রায় ৭১০ পয়েন্ট। ফলে বেশ কিছু ভাল শেয়ারের দাম নেমে এসেছিল। তবে এ দিন সূচক উঠেছে নির্দিষ্ট কিছু শেয়ারের হাত ধরেই।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০১৯ ০১:৪১
Share:

টানা তিন দিন পড়েছিল শেয়ার বাজার। তার জেরে পড়তি বাজারে শেয়ার কেনার সুযোগ তৈরি হয়েছিল। সেই সুযোগ হাতছাড়া করতে চাননি লগ্নিকারীরা। তাঁদের শেয়ার কেনার হিড়িকে বুধবার সেনসেক্স এক লাফে ৪৮৯.৮০ পয়েন্ট বেড়ে ফের ঢুকে পড়ল ৩৯ হাজারের ঘরে। নিফ্‌টিও বেড়েছে ১৫০.২০ পয়েন্ট। দিনের শেষে সেনসেক্স ও নিফ্‌টি থামে যথাক্রমে ৩৯,০৫৪.৬৮ এবং ১১,৭২৬.১৫ আঙ্কে।

Advertisement

এর আগে টানা তিন দিন বাজার পড়ায় সেনসেক্স খুইয়েছিল প্রায় ৭১০ পয়েন্ট। ফলে বেশ কিছু ভাল শেয়ারের দাম নেমে এসেছিল। তবে এ দিন সূচক উঠেছে নির্দিষ্ট কিছু শেয়ারের হাত ধরেই। এ দিকে আজ বৃহস্পতিবার আগাম লেনদেনের সেটেল্‌মেন্টের দিন। যে সব লগ্নিকারী হাতে শেয়ার না-থাকা সত্ত্বেও তা বিক্রি করে রেখেছেন, তাঁরা শেয়ার কিনেছেন। পাশাপাশি বিদেশি লগ্নিকারী সংস্থাগুলি ৯৭৪.৮৮ কোটি টাকার শেয়ার কিনেছে। যা বাজারকে উপরে তুলতে সাহায্য করেছে।

তবে বুধবার ডলারের সাপেক্ষে পড়েছে টাকার দাম। ২৪ পয়সা কমে প্রতি ডলার দাঁড়িয়েছে ৬৯.৮৬ টাকা। সূত্রের খবর, আমদানিকারীদের ডলারের চাহিদা বৃদ্ধিই এর কারণ।

Advertisement

সূচকের এই উত্থানে অবশ্য খুশি নন বিশেষজ্ঞদের অনেকেই। তাঁদের মতে, দেশের আর্থিক অবস্থার এমন কিছু বদল হয়নি, যা বাজারকে চাঙ্গা করতে পারে। ক্যালকাটা স্টক এক্সচেঞ্জের প্রাক্তন ডিরেক্টর এস কে কৌশিক বলেন, ‘‘ধারণা, লগ্নিকারীদের একাংশ বাজারকে উপরের দিকে রাখার চেষ্টা করছে।’’ স্টুয়ার্ট সিকিউরিটিজের চেয়ারম্যান কমল পারেখেরও মত, ‘‘ভোট মিটলে বাজারে বড় সংশোধন আসতে পারে।’’ আর এই কারণেই ক্ষুদ্র লগ্নিকারীদের প্রতি তাঁদের পরামর্শ, আপাতত বাজার থেকে দূরে থাকার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন