অর্থবর্ষের সূচনায় বাড়ল সূচক

নতুন আর্থিক বছর শুরু হল সেনসেক্সের ৩০০ পয়েন্ট উত্থান দিয়ে। শেয়ার বাজার মহল একে বছরের শুভ সূচনা হিসাবেই দেখছেন। বুধবার দিনের শেষে ৩০২.৬৫ পয়েন্ট বেড়ে সেনসেক্স ফের ঢুকে পড়েছে ২৮ হাজারের ঘরে। সূচক থিতু হয়েছে ২৮,২৬০.১৪ অঙ্কে। নতুন আর্থিক বছর, ২০১৫-’১৬ সালে পা রাখার পর শেয়ার বাজারে লগ্নির পরিমাণ যে বাড়ার সম্ভাবনা রয়েছে, সেই পূর্বাভাস অবশ্য বিশেষজ্ঞরা দিয়েছিলেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ এপ্রিল ২০১৫ ০২:১০
Share:

নতুন আর্থিক বছর শুরু হল সেনসেক্সের ৩০০ পয়েন্ট উত্থান দিয়ে। শেয়ার বাজার মহল একে বছরের শুভ সূচনা হিসাবেই দেখছেন। বুধবার দিনের শেষে ৩০২.৬৫ পয়েন্ট বেড়ে সেনসেক্স ফের ঢুকে পড়েছে ২৮ হাজারের ঘরে। সূচক থিতু হয়েছে ২৮,২৬০.১৪ অঙ্কে।

Advertisement

নতুন আর্থিক বছর, ২০১৫-’১৬ সালে পা রাখার পর শেয়ার বাজারে লগ্নির পরিমাণ যে বাড়ার সম্ভাবনা রয়েছে, সেই পূর্বাভাস অবশ্য বিশেষজ্ঞরা দিয়েছিলেন। তাঁদের যুক্তি ছিল, নতুন বছর শুরু হওয়ার পর থেকে লগ্নিকারীদের হাতে বিনিয়োগের জন্য নতুন তহবিলের জোগান বাড়ে। বিদেশি লগ্নিকারী সংস্থাগুলির জন্য এ কথা আরও বেশি করে খাটে।

বিদেশি লগ্নিকারী সংস্থাগুলি অবশ্য গত মঙ্গলবারও ভারতের বাজারে শেয়ার কিনেছে। সংবাদ সংস্থার খবর, ওই সব সংস্থা সে দিন এখানে ৩৫৬.০৭ কোটি লগ্নি করেছে। যদিও পিছিয়ে থাকতে দেখা যায়নি ভারতীয় আর্থিক সংস্থাগুলিকেও। তারা মঙ্গলবার শেয়ার কিনেছে সাকুল্যে ২৮৩.৭১ কোটি টাকার।

Advertisement

বুধবার বিশেষ করে ব্যাঙ্কের শেয়ারের চাহিদা ছিল বেশি। পাশাপাশি ছোট ও মাঝারি মূলধনের সংস্থার শেয়ার দরও এই দিন বেড়েছে বলে বাজার সূত্রের খবর।

বাজার বিশেষজ্ঞ এবং ক্যালকাটা স্টক এক্সচেঞ্জের প্রাক্তন ডিরেক্টর এস কে কৌশিক বলেন, ‘‘তুলনামূলক ভাবে বড় সংস্থাগুলির তুলনায় ছোট ও মাঝারি মূলধনের সংস্থাগুলির শেয়ার গত বছর বেশি পড়েছে। তবে এই বছর ওই সমস্ত সংস্থার শেয়ারের দাম বাড়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে বলে আমার ধারণা।’’

এ দিকে, আজ বৃহস্পতিবার মহাবীর জয়ন্তী এবং আগামী কাল শুক্রবার গুড ফ্রাইডের জন্য শেয়ার বাজার বন্ধ থাকবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement